ম্যাগি সিঙাড়া

PUJA PANJA
PUJA PANJA @cookpuja12

#সুস্বাদ
এটা খেতে খুব সুস্বাদু হয়, ম্যাগি দিয়ে বানানোর কারনে এটা হেল্থী ও হয়।

ম্যাগি সিঙাড়া

#সুস্বাদ
এটা খেতে খুব সুস্বাদু হয়, ম্যাগি দিয়ে বানানোর কারনে এটা হেল্থী ও হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫
  1. ৫০০ গ্রাম ময়দা
  2. ২ প্যাকেট ম্যাগি
  3. ২ টি আলু
  4. ১ টি গাজর
  5. ১/২ বাটি মটরশুটি
  6. ২ টেবিল চামচ ধনেপাতা কুচি
  7. ৫০ গ্রাম পনির
  8. ৪ টেবিল চামচ তেল
  9. স্বাদ মতোনুন
  10. ১/২ চা চামচ বেকিং পাউডার
  11. ১ চা চামচহলুদ গুঁড়ো
  12. ১ চা চামচ জিরা গুঁড়ো
  13. ১ চা চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো
  14. ১/২ চা চামচধনে গুঁড়ো
  15. ভাজার জন্যতেল
  16. ২ চা চামচতেল (ময়ানের জন্য)

রান্নার নির্দেশ সমূহ

৪৫
  1. 1

    প্রথমে একটি পাত্রে ৫০০ গ্রাম ময়দা, ২ চা চামচ তেল, ১/২ চা চামচ বেকিং পাউডার এবং স্বাদমতো নুন নিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিন ।

  2. 2

    এবার তাতে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিয়ে ডো বানিয়ে নিন ।

  3. 3

    বানিয়ে নেওয়া ডো টিকে একটি ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখুন ১৫ মিনিটের জন্য ।

  4. 4

    এই সময়ে ডেকচি তে পরিমাণমত জল নিয়ে গরম করে নিন এবং তাতে ২ প্যাকেট ম্যাগি দিয়ে সেদ্ধ করে নিন ।

  5. 5

    ২ টি আলু, ১ টি গাজর এর খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিন। ৫০ গ্রাম পনির কেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিন ।

  6. 6

    সেদ্ধ করে নেওয়া ম্যাগি একটি ছিদ্রযুক্ত থালায় ঢেলে দিন এবং জল ঝরিয়ে নিন ।

  7. 7

    এবার একটি প্যানে ৪ টেবিল চামচ তেল গরম করে নিন ।

  8. 8

    এবার তাতে ছোটো ছোটো করে কেটে রাখা আলু এবং গাজর দিয়ে দিন।

  9. 9

    ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিন।

  10. 10

    ৫ মিনিট বাদ ঢাকনা খুলে ১/২ বাটি মটরশুটি দিন।

  11. 11

    ১ চা চামচ হলুদ গুঁড়ো ১ চা চামচ জিরা গুঁড়ো, ১ চা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন ।

  12. 12

    এবার তাতে ছোটো ছোটো করে কেটে রাখা পনির এবং সেদ্ধ করে রাখা ম্যাগি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিন ।

  13. 13

    স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিন ।

  14. 14

    ২ টেবিল চামচ ধনেপাতা কুঁচি ছড়িয়ে নামিয়ে নিন । পুর রেডি।

  15. 15

    এবার মেখে রাখা ময়দার ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে নিন ।

  16. 16

    একটি লেচি নিয়ে রুটির মতো বেলে নিন ।

  17. 17

    এবার বেলে নেওয়া রুটি টার মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিন ।

  18. 18

    এবার কেটে নেওয়া রুটির একটি অংশ নিয়ে পানের খিলির মতো বানিয়ে নিন ।

  19. 19

    বানিয়ে রাখা পুর টা এরমধ্যে দিয়ে ভালো করে মুখ টা বন্ধ করে দিন। তাহলেই একটি সিঙাড়া তৈরি ।

  20. 20

    বাকি সিঙাড়া গুলোও একইভাবে বানিয়ে নিন ।

  21. 21

    কড়াইয়ে পরিমাণমত তেল গরম করে নিন ।

  22. 22

    বানিয়ে রাখা সিঙাড়া গুলো গরম তেলে দিয়ে কম আঁচে সোনালি রং করে ভেজে তুলে নিন

  23. 23

    পছন্দমত যে কোনো সসের সাথে পরিবেশন করুন গরম গরম ম্যাগি সিঙাড়া ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
PUJA PANJA
PUJA PANJA @cookpuja12

মন্তব্যগুলি

Similar Recipes