#ডাক বাংলো চিকেন

Keya Nayak
Keya Nayak @cook_12214370

এই রান্না টি ব্রিটিশ আমলে খুব প্রচলিত ছিলো। ডাকবাংলো র খানসামা রা তাদের খামারের সব কিছু দিয়ে রান্না টি করতো, সাহেবরা শিকার করে আসার পর খাবে। খুবই সুস্বাদু পদ।

#ডাক বাংলো চিকেন

এই রান্না টি ব্রিটিশ আমলে খুব প্রচলিত ছিলো। ডাকবাংলো র খানসামা রা তাদের খামারের সব কিছু দিয়ে রান্না টি করতো, সাহেবরা শিকার করে আসার পর খাবে। খুবই সুস্বাদু পদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জনের জন্যে
  1. 300 গ্রামচিকেন
  2. 2 টো বড়ো পেঁয়াজ কুচি
  3. 1চা চামচ আদা বাটা
  4. 1 চা চামচ রসুন বাটা
  5. 1/2 কাপদই
  6. 1 চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. 1/2 চা চামচ হলুদ
  8. 1 চা চামচ জিরে গুঁড়ো
  9. 1 চা চামচ ধনে গুঁড়ো
  10. 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো
  11. পরিমাণ মতোনুন
  12. 1/4 চা চামচ চিনি
  13. 3/4চা চামচ সরষের তেল
  14. 2 ,1/2 কাপ জল
  15. 2 টি ছোট এলাচ
  16. 2টো লবঙ্গ
  17. 1/2"দারচিনি
  18. 1টা তেজ পাতা
  19. 3টে মাঝারি সাইজেরটো আলু সেদ্ধ
  20. 3টে ডিম সেদ্ধ
  21. 1টা শুকনো লঙ্কা
  22. 1টা বড়ো পেঁয়াজ একটু বড়ো করে কুচি করা।

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    চিকেন গুলো ভালো করে ধুয়ে তার সাথে দই, সব গুঁড়ো মশলা, আদা রসুন বাটা কিছু টা তেল দিয়ে ম্যারিনেট করে 3 ঘণ্টা রেখে দিতে হবে।

  2. 2

    তারপর বাকি তেল কড়া তে দিয়ে একটু বড়ো করে কাটা পেঁয়াজ আধ ভাজা করে তুলে নিতে হবে। তারপর আলু ও ডিম ভেজে তুলে নিতে হবে। ডিম গুলো অর্ধেক করে দিতে হবে।

  3. 3

    এবার ওই তেলে গরম মশলা, শুকনো লঙ্কা ও তেজ পাতা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি লালচে করে ভেজে ম্যারিনেট করা চিকেন দিয়ে কষতে হবে।

  4. 4

    10 মিনিট মতো কষে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ফুটে উঠলে গ্যাস কম করে দিতে হবে।

  5. 5

    15 মিনিট পর চিকেন সেদ্ধ হয়ে এলে আলু ও ডিম সেদ্ধ দিয়ে 5 মিনিট রান্না করে লালচে করে ভাজা পেঁয়াজ দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

  6. 6

    গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

Similar Recipes