শুক্তো

Dipmala Bosedutta
Dipmala Bosedutta @cook_16621131

#রান্নাবান্না

শুক্তো

#রান্নাবান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
4 সারভিংস
  1. 2 টি উচ্ছে
  2. 1 টি বড়ো আলু
  3. 1/2 পেঁপে
  4. 1 টি ছোটো বেগুন
  5. 3 টি বরবটি
  6. 1টি গাজর
  7. 3 টি সজনে ডাটা
  8. 1টি ছোটো কাঁচা কলা
  9. 3টি গাটি কচু
  10. 5টি ডালের বড়ি
  11. পরিমাণ মতো সরিষার তেল
  12. স্বাদ মতো নুন ও চিনি
  13. 1 কাপনারকেলের দুধ
  14. 1 চা চামচঘি
  15. 1চা চামচআদা বাটা
  16. ফোঁড়নের জন্যতেজ পাতা,রাঁধুনি,সর্ষে,পাঁচ ফোরণ
  17. শুক্তো মশলার জন্য লাগবে::
  18. 1চা চামচপাঁচ ফোরণ
  19. 1চা চামচগোটা জিরা
  20. 1চা চামচগোটা ধনে
  21. 1চা চামচসর্ষে
  22. 1/2 চা চামচ গোলমরিচ
  23. 1/2 চা চামচআধা চামচ রাঁধুনি
  24. সবকিছুই শুকনো খোলায় ভেজে মিহি করে বেটে নিতে হবে।

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    সব সবজি লম্বাটে বড় করে কেটে নিতে হবে।

  2. 2

    ডালের বড়ি ও উচ্ছে আলাদা আলাদা করে ভেজে তুলে রাখতে হবে

  3. 3

    তেল গরম করে তাতে ফোঁড়ন এর সবকিছু দিতে হবে।তারপর একে একে সমস্ত সবজি দিতে হবে ডালের বড়ি ও উচ্ছে বাদে।

  4. 4

    সবজি বেশ ভাজা হলে শুক্তো মসলা আদা বাটা নুন ও অল্প জল দিয়ে ঢেকে দিতে হবে।

  5. 5

    সবজি সেদ্ধ হয়ে এলে নারকেলের দুধ ও চিনি দিয়ে আরো একটু ফুটিয়ে নিতে হবে।।

  6. 6

    ভেজে রাখা বড়ি ও উচ্ছে মিশিয়ে দিতে হবে।।

  7. 7

    ঘি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন শুক্তো।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dipmala Bosedutta
Dipmala Bosedutta @cook_16621131

মন্তব্যগুলি

Similar Recipes