কাঁচা আমের আমসত্ত্ব (kaacha aamer aamsatwo recipe in Bengali)

Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

এটি একবার বানিয়ে সারাবছর সংরক্ষণ করে রাখা যায় । আর যখন খুশি আমের স্বাদ নেওয়া যায়।

কাঁচা আমের আমসত্ত্ব (kaacha aamer aamsatwo recipe in Bengali)

এটি একবার বানিয়ে সারাবছর সংরক্ষণ করে রাখা যায় । আর যখন খুশি আমের স্বাদ নেওয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 7টা মাঝারি সাইজের কাঁচা আম (1500মতো হবে)
  2. 500 গ্রামচিনি(মিষ্টি টা নিজের ইচ্ছে মতো)
  3. 2 চা চামচবিট লবণ
  4. 1 চা চামচচিলি ফ্লেক্স
  5. স্বাদ মতোসাদা লবণ
  6. 1 চা চামচভাজা মশলা (জিরে, মৌরি শুকনোো খোলায় ভেজেে গুঁড়ো করা)

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথম এ আমে গুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে। তার পর খোসা ছাড়িয়ে আঁটি বাদ দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে ।

  2. 2

    একটা কড়াইয়ে আমের টুকরো গুলো দিয়ে তার মধ্যে এক গ্লাস মতো জল দিয়ে গ্যাস এ বসিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে ।

  3. 3

    তার পর একটু ঠান্ডা করে নিয়ে মিক্সি জারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে ।নিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে ।

  4. 4

    তার পর আমের পাল্প টা কড়াইয়ে ঢেলে নিয়ে গ্যাস এ বসিয়ে জ্বাল দিতে হবে ।

  5. 5

    একটু নেরে নিয়ে ওর মধ্যে চিনি দিতে হবে।ভালো করে মিশিয়ে নিয়ে বিট লবণ দিতে হবে ।

  6. 6

    তার পর একে একে চিলি ফ্লেক্স, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, ভাজা মশলা আর সামান্য ফুড কালার দিয়েছি । ফুড কালার টা সম্পূর্ণ অফশনাল । লবণ টা চেক করে নিয়ে সাদা লবণ দিতে হবে ।দরকার পরলে দেবে না হলে দেবে না ।

  7. 7

    অনবরত নেরে নেরে ঘন করতে হবে ।তার পর স্টিলের থালায় একটু তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে ঢেলে সমান করে দিতে হবে ।

  8. 8

    দুদিন রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে ।রোদ না থাকলে ফ্যানের তলায় বা রান্না করার সময় গ্যাস ওভেনের নীচে দিয়েও শুকিয়ে নেওয়া যাবে । শুকিয়ে গেলে এক দিকে চামচ দিয়ে তুলে দিলেই পুরো টা উঠে আসবে ।

  9. 9

    ব্যাস রেডি কাঁচা আমের চটপটা টক ঝাল মিষ্টি আমসত্ত্ব । কাঁচের বোতলে ভরে সারা বছর রেখে খাওয়া যাবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

Similar Recipes