বাদশাহী ভেটকি

Kabita Maiti
Kabita Maiti @cook_17442304

#গল্প কথায় রান্নাবান্নায় জমে উঠুক আড্ডাটা চটজলদি রেসিপি

বাদশাহী ভেটকি

#গল্প কথায় রান্নাবান্নায় জমে উঠুক আড্ডাটা চটজলদি রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট ।
৪জনের জন্য ।
  1. ভেটকি মাছ
  2. ২ টা পেঁয়াজ
  3. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  4. ৫০ গ্রাম টকদই
  5. ২৫ গ্রাম কাজু
  6. ১চা চামচ আদা রসুন বাটা
  7. ১/২চা চামচ জিরা গুঁড়া ।
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়া ।
  9. স্বাদ অনুযায়ী নুন
  10. পরিমান মত তেল
  11. ১/২চা চামচ চিনি
  12. ১/২চা চামচ গোটা জিরা
  13. ২-৩ টা তেজ পাতা
  14. ১/৪ চা চামচ গরম মশলা গুঁড়া

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট ।
  1. 1

    প্রথমে মাছে নুন ও হলুদ মাখিয়ে নিতে হবে ।

  2. 2

    পিঁয়াজ কুচি ডিপ ফ্রাই করে নিতে হবে ।

  3. 3

    ভাজা পিঁয়াজ, কাজু ও দই একসাথে বেটে নিতে হবে ।

  4. 4

    করাই তে তেল দিয়ে গরম হলে মাছ ভেজে নিয়ে ওই তেলের মধ্যে গোটা জির গরম মসলা ও তেজপাতা ফোড়ন দিয়ে নেড়ে নিতে হবে

  5. 5

    আদা রসুন বাটা দিয়ে গুঁড়া লঙ্কা হলুদ গুঁড়া দিয়ে কসিয়ে নিয়ে কাজুর পেস্ট দিয়ে,জিরা গুঁড়া নুন চিনি দিয়ে নাড়া ছাড়া করে জল দিয়ে ফুটে উঠলে মাছ দিতে হবে ।

  6. 6

    এরপর গ্রেভি হয়ে এলে নামিয়ে নিলেই রেডি, বাদশাহী ভেটকি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kabita Maiti
Kabita Maiti @cook_17442304

মন্তব্যগুলি

Similar Recipes