চিংড়ির মালাইকারি

Susmita sarkar
Susmita sarkar @cook_17643512

চিংড়ির মালাইকারি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 200 গ্রামচিংড়ি
  2. 1টি বড়পেঁয়াজ
  3. 1/2ইঞ্চিআদা
  4. 5 কোয়ারসুন
  5. স্বাদঅনুযায়ীনুন
  6. প্রয়োজন মতোহলুদ গুঁড়ো
  7. 1টিটমেটো
  8. 1 চা চামচচিনি
  9. 1/2 চা চামচগরম মশলা
  10. 1 টেবিল চামচসর্ষেতেল
  11. 1টিতেজপাতা
  12. 1টিকাঁচা লঙ্কা
  13. স্বাদ মতোকাশ্মীরি লঙ্কার গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিংড়িমাছকে ভাল ভাবে ধুয়ে নিন, হলুদ মাখিয়ে নিতে হবে।মিক্সি তে পেঁয়াজ,আদা,রসুন,টমেটো দিয়ে একটি পেষ্ট বানিয়ে নিতে হবে।

  2. 2

    তারপর কড়াইয়ে তেল দিয়ে চিংড়িগুলো হাল্কা ভেজে নিতে হবে।এরপর সেই তেলে তেজপাতা ফোড়ন দিয়ে সেই পেষ্ট টা দিয়ে কসাতে হবে।এরপর একে একে নুন,হলুদ,মিষ্টি, লঙ্কার গুঁড়ো দিয়ে ভাল ভাবে কষাতে হবে।

  3. 3

    কষানো হয়ে গেলে জল দিয়ে দিতে হবে। জল ফুটে গেলে মাছ গুলো দিয়ে মাখামাখা করে নিতে হবে।নামানো আগে গরমমশলা দিয়ে নামিয়ে নিতে হবে । হয়ে গেল চিংড়ির মালাইকারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Susmita sarkar
Susmita sarkar @cook_17643512

মন্তব্যগুলি

Similar Recipes