দহিওয়ালি চিকেন (তেল ছাড়া)

Keya Nayak
Keya Nayak @cook_12214370

#রসনাতৃপ্তি আমার তোমার রান্নাঘর তেল ছাড়া দই চিকেন একটি অসাধারণ রান্না। অনেক টা দই এ চিকেন ম্যারিনেট করে 1 ঘণ্টা রেখে দিতে হয়। কম আঁচে ঢাকা দিয়ে রান্না টা করতে হবে।

দহিওয়ালি চিকেন (তেল ছাড়া)

#রসনাতৃপ্তি আমার তোমার রান্নাঘর তেল ছাড়া দই চিকেন একটি অসাধারণ রান্না। অনেক টা দই এ চিকেন ম্যারিনেট করে 1 ঘণ্টা রেখে দিতে হয়। কম আঁচে ঢাকা দিয়ে রান্না টা করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
3 জনের জন্যে
  1. 500 গ্রামচিকেন
  2. 2টো পেঁয়াজ
  3. 1"আদা
  4. 10টা রসুন কোয়া
  5. 1.1/2 কাপ দই
  6. 3টে কাঁচা লঙ্কা
  7. 1চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  8. 1/2চা চামচ ধনে গুঁড়ো
  9. 1/2চা চামচ জিরে গুঁড়ো
  10. 1/2চা চামচ গরম মসলা গুঁড়ো
  11. 1চা চামচ কাসুরী মেথি
  12. 2 টো গোটা ছোট এলাচ
  13. 2টো লবঙ্গ
  14. 1/2"দারচিনি
  15. পরিমাণ মতোনুন

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা এক সাথে বেটে নিতে হবে। চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।

  2. 2

    1 কাপ দই এর সাথে পেঁয়াজ আদা রসুন বাটা, ধনে জিরে লঙ্কা গুঁড়ো সব ভালো করে মিশিয়ে নিয়ে চিকেন টা দিয়ে ম্যারিনেট করে নিয়ে 1 ঘণ্টা রেখে দিতে হবে।

  3. 3

    1 ঘণ্টা পর কড়াইতে ঢেলে নুন ও গোটা গরম মসলা দিয়ে কষতে হবে কিছুক্ষন। তারপর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।

  4. 4

    কিছুক্ষণ পরে ঢাকা খুলে দিতে হবে। দই থেকে যে জল বেরোবে তাতেই চিকেন সেদ্ধ হবে।

  5. 5

    কিছুক্ষণ কষার পর জল একটু মরে এলে বাকি দই একটু লাল লঙ্কা গুঁড়ো ও গরম মসলা গুঁড়ো একসাথে মিশিয়ে চিকেন এ দিয়ে দিতে হবে। কসুরি মেথি দিয়ে 2 মিনিট কষতে হবে।

  6. 6

    গ্রেভি ঘনো হয়ে এলে নামিয়ে নিতে হবে। রেডি দহিওয়ালা চিকেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

মন্তব্যগুলি

Similar Recipes