ক্ষীর আপেল বাস্কেট(Khreer apple busket)

SADHANA DEY
SADHANA DEY @cook_16026470
Howrah

#ফল দিয়ে রেসিপি । বিভিন্ন ফল ও ক্ষীর দিয়ে তৈরি দারুন একটি ডেজার্ট ক্ষীর আপেল বাস্কেট। আকর্ষণীয় এই ডেজার্ট টি সকলের ভালো লাগবে।

ক্ষীর আপেল বাস্কেট(Khreer apple busket)

#ফল দিয়ে রেসিপি । বিভিন্ন ফল ও ক্ষীর দিয়ে তৈরি দারুন একটি ডেজার্ট ক্ষীর আপেল বাস্কেট। আকর্ষণীয় এই ডেজার্ট টি সকলের ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০মিলিদুধ
  2. ৩ টেবিল চামচমিল্ক পাউডার
  3. ১ টেবিল চামচরাইস পাউডার
  4. ৩ টেবিল চামচচিনি
  5. ১চিমটিছোট এলাচ গুঁড়ো
  6. ১টিগোটা আপেল
  7. ২ টেবিল চামচআপেল কুচি
  8. ২টেবিল চামচআম কুচি
  9. ২ টেবিল চামচ বেদানাা
  10. ১টেবিল চামচকিসমিস
  11. ১ চা চামচপেস্তা কুচি
  12. ১ চা চামচআমন্ড কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    দুধ জ্বালে বসিয়ে অনবরত নেড়ে ঘন করে অর্ধেক করে নিতে হবে ।১ টি বাটিতে মিল্ক পাউডার ও রাইস পাউডার জলে গুলে দুধের সাথে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে।এরপর ৩-৪ মিনিট ফুটিয়ে ঘন হয়ে এলে চিনি ও এলাচ গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি ক্ষীর ।ক্ষীর ঠান্ডা করে নিতে হবে।

  2. 2

    গোটা আপেল টি মাঝবরাবর কেটে দু ভাগ করে নিতে হবে।মাঝ খান থেকে স্কুপ করে আপেল কেটে বাটির মত করে নিতে হবে। তাতে প্রথমে ক্ষীর দিতে হবে।

  3. 3

    এরপর ক্ষীরের উপর আপেল কুচি আমের কুচি, কিসমিস, বেদানা, আমন্ড পেস্তা কুচি ও ক্ষীর সাজিয়ে পরিবেশন করতে হবে।

  4. 4

    এটি ৩০ মিনিট ফ্রিজে রেখে ও ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করা যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SADHANA DEY
SADHANA DEY @cook_16026470
Howrah

মন্তব্যগুলি

Similar Recipes