রুই পোস্ত (rui posto recipe in Bengali)

Samir Dutta
Samir Dutta @cook_samirdutta

#পোস্ত দিয়ে রান্না

রুই পোস্ত (rui posto recipe in Bengali)

#পোস্ত দিয়ে রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20-25 মিনিট
4 জনের জন্য
  1. 4 টুকরো রুই মাছ
  2. 3 চা চামচপোস্ত
  3. 1/2 চা চামচসাদা সর্ষে
  4. 2টা কাঁচা লংকা
  5. 3-4টা লাল কাঁচা লংকা
  6. 1টা মাঝারি পেঁয়াজ
  7. 1টা টমেটো
  8. 2টা শুকনো লংকা
  9. 1টা তেজপাতা
  10. 1 চিমটিকালোজিরে
  11. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  12. 1/2চা চামচহলুদ গুঁড়ো
  13. পরিমাণমতোতেল, নুন ও জল

রান্নার নির্দেশ সমূহ

20-25 মিনিট
  1. 1

    প্রথমে আগে থেকে নুন, হলুদ মাখিয়ে রাখা মাছগুলি ভালো করে ভেজে নিয়ে আলাদা করে রেখে দিতে হবে। তারপরে সেই কড়াই তে তেল দিয়ে তেল গরম হলে শুকনো লংকা, কালোজিরে ও তেজপাতা ফোঁড়ন দিয়ে কুচি কুচি করে কাটা পিয়াজ দিয়ে সেগুলি হালকা ভেজে একটু নরম হলে ছোট ছোট করে কাটা টমেটো দিয়ে ভালো করে ভাজতে হবে

  2. 2

    আগে থেকে গ্রাইন্ডার এ পোস্ত, সর্ষে ও কাঁচা লংকা পেস্ট করে রাখতে হবে । পেঁয়াজ ও টমেটো ভাজা হয়ে গেলে তাতে পোস্ত বাটা দিয়ে তাতে পোস্ত রাখা বাটিতে করে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে জিরে, হলুদ ও পরিমাণমতো নুন দিয়ে ভালো করে কষাতে হবে।

  3. 3

    ভালো করে কষে গেলে তাতে পাতিমানমতো জল দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে তাতে ভাজা মাছ দিয়ে আবার 3-4 মিনিট ফোটাতে হবে ।তারপরে আঁচ কমিয়ে তাতে লাল কাঁচা লংকা, ধনেপাতা কুচি ও উপরে একটু কাঁচা তেল দিয়ে একটু নাড়াচাড়া করে পাত্রে ঢেলে নিতে হবে । তাহলেই তৈরী হয়ে গেলো এই সুস্বাদু রুই পোস্ত ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samir Dutta
Samir Dutta @cook_samirdutta

মন্তব্যগুলি

Similar Recipes