পুর ভরা পাঁপড় কালিয়া (pur bhora papar kaliya recipe in Bengali)

Swapna Chakraborty
Swapna Chakraborty @cook_19152150

#foodtalk এটি একটি পুরোনো রান্না। ওপার বাংলার সিলেট জেলার। পনীর এর ঘিসাপিটা রান্না খেয়ে বোরিং হয়ে গেছেন তা হলে এই সহজ রেসিপি টা try করতে পারেন

পুর ভরা পাঁপড় কালিয়া (pur bhora papar kaliya recipe in Bengali)

#foodtalk এটি একটি পুরোনো রান্না। ওপার বাংলার সিলেট জেলার। পনীর এর ঘিসাপিটা রান্না খেয়ে বোরিং হয়ে গেছেন তা হলে এই সহজ রেসিপি টা try করতে পারেন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জনের জন্য
  1. পুরের উপকরণ-
  2. 2টি আলু সিিদ্ধ করে কুচি করা
  3. ৫০পনির
  4. ২-৩চা চামচ ড্রাই ফ্রুট
  5. ২-৩চা চামচপেঁয়াজ কুচি
  6. স্বাদ মতো নুন চিনি
  7. ১টি লঙ্কা কুচি
  8. ৫টিপাপড়
  9. গ্রেভি বানানোর উপকরন-
  10. ৪চা চামচপেঁয়াজ বাটা
  11. ২চা চামচ আদা রসুন বাটা
  12. ২ টি টমেটো বাটা
  13. 1 চামচহলুদ গুুঁড়া
  14. ২ চা চামচ লঙ্কা গুঁড়া
  15. ২চা চামচ জিরা এবং ধনে গুঁড়া
  16. ১ চা চামচ গরম মসলা
  17. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মসলা
  18. ২ টিতেজ পাতা
  19. স্বাদ মতোনুন চিনি

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    আগে পুর বানানোর জন্য একটি পাত্রে সব উপকরণ গুলি মিশিয়ে নিতে হবে। পাঁপড়গুলি জলে ভিজিয়ে নিতে হবে।

  2. 2

    এবার একটা করে পাঁপড় নিয়ে তাতে পুর ভরে ছোট পকেট বানিয়ে নিতে হবে।

  3. 3

    এবার পকেট গুলো তেলে ভেজে নিতে হবে। আলু টুকরো করে ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    অন্য একটি পাত্রে তেল গরম করে তাতে তেজ পাতা,গুটা গরম মসলা ফোঁড়ন দিয়ে তাতে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে ভেজে তাতে হলুদ গুঁড়া, লংকা গুঁড়া, জীরা ধনে গুঁড়া,নুন চিনি দিয়ে কষিয়ে নিয়ে তাতে টমেটো বাটা দিয়ে আবার খানিকটা সময় ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে দিতে হবে।

  5. 5

    আধা কাপ জল দিয়ে পাপড় পকেট দিয়ে একটু নাড়া চারা করে দিতে হবে। ঘি এবং গরম মসলা ছড়িয়ে নামিয়ে দিয়ে। পরিবেশন করলেই তৈরি পুর ভরা পাপড় কালিয়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Swapna Chakraborty
Swapna Chakraborty @cook_19152150

মন্তব্যগুলি

Similar Recipes