নিরামিষ ফুলকপি পনিরের কোর্মা

Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

#শীতের রেসিপি
#ইবুক পোস্ট নম্বর-14

নিরামিষ ফুলকপি পনিরের কোর্মা

#শীতের রেসিপি
#ইবুক পোস্ট নম্বর-14

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 টা ফুলকপি মাঝারি সাইজের।টুুকরো করা
  2. 200 গ্রামপনির।
  3. 4 টে আলু টুকরো করে কাটা
  4. 1 টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা
  5. 1 চা চামচচা চামচ জিরে গুঁড়ো
  6. 1 চা চামচচা চামচ ধনে গুঁড়ো
  7. 1 চা চামচ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. 1 চা চামচ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  9. 1/2 চা চামচ চা চামচ গরম মসলা গুঁড়ো
  10. 12 টা কাজু বাদাম
  11. 1 টেবিল চামচ পোস্ত
  12. 2 টেবিল চামচ টকদই
  13. স্বাদ মতোলবণ
  14. 2 টো টমেটো পেেস্ট
  15. প্রয়োজন মতোসাদা তেল
  16. 2 টো কাঁচা লঙ্কা
  17. গোটা গরম মশলা
  18. 3টেছোট এলাচ
  19. 2টোতেজপাতা
  20. 1 টুকরো দারুচিনি
  21. 3টেলবঙ্গ
  22. 1/2 চা চামচ গোটা জিরে

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথম এ কাজুবাদাম 15মিনিট জলে ভিজিয়ে রেখেছি। তারপর পোস্ত ও কাজুবাদাম একসঙ্গে বেঁটে নিয়েছি ।

  2. 2

    টমেটো দুটো ও বেঁটে নিতে হবে । আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেঁটে নিতে হবে ।

  3. 3

    আলু, ও ফুলকপি আলাদা করে অল্প ভাপিয়ে নিতে হবে ।ভাপিয়ে নিলে ফুলকপির কাঁচা গন্ধ টা চলে যায় ও কিছু নোংড়া থাকলে সেটা ও বেরিয়ে যায় ।

  4. 4

    কপি, আলু, ও পনির আলাদা করে ভেজে নিতে হবে ।

  5. 5

    ঐ কড়াইয়েই তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ও তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে আদা লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে নিতে হবে ।তার পর ওর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিতে হবে ।

  6. 6

    টমেটো পেস্ট দিয়ে আর ও একটু কষিয়ে নিতে হবে ।

  7. 7

    এবার কাজুবাদাম ও পোস্ত বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে ।

  8. 8

    তার পর ওর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিতে হবে ।একটু মিশিয়ে নিয়ে ওর মধ্যে টকদই ভালো করে ফেটিয়ে নিয়ে দিতে হবে ।এগুলো লো ফ্লেমে / ধিমে আঁচে করতে হবে ।

  9. 9

    দই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।তার পর ওর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে নেড়ে চেরে মিশিয়ে নিয়ে ভেজে রাখা কপি গুলো দিয়ে দিতে হবে ।

  10. 10

    কপি, আলু সব মশালার সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে 5মিনিট মতো ।মাঝে মাঝে নেরে দিতে হবে ।

  11. 11

    তার পর ভেজে রাখা পনিরের টুকরো গুলো দিয়ে মিশিয়ে নিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে আরও 2মিনিট মতো ঢেকে রান্না করতে হবে মাঝারি আঁচে ।

  12. 12

    ব্যাস তাহলেই রেডি ফুলকপি আলু পনিরের কোর্মা ।আমি এখানে জিরা রাইস দিয়ে পরিবেশন করেছি ।তবে এটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই খুব ভালো মানায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

মন্তব্যগুলি

Similar Recipes