রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10 মিনিট।
2 জনের জন্য।
  1. 2টো হাঁসের ডিম
  2. 1টা পেঁয়াজ বাটা
  3. 1/2চা চামচ রসুন বাটা
  4. 1/2চা চামচ আদা বটা
  5. 2টেবিল চামচ টকদই
  6. 1টাপেঁয়াজের রিঙ
  7. 1 টুকরোদারুচিনি
  8. 4টে গোটা ছোট এলাচ
  9. 4টে লবঙ্গ
  10. 2টো তেজপাতা
  11. 3টে শুকনো লঙ্কা
  12. 10-12টা গোটা গোলমরিচ
  13. 1চা চামচ চিনি
  14. 3-4টে সুতো জাফরান
  15. স্বাদমতোনুন
  16. 2-3টেবিল চামচ ঘৃত

রান্নার নির্দেশ সমূহ

10 মিনিট।
  1. 1

    ডিম সিদ্ধ করে সব উপকরণ একসাথে করেনিলাম।

  2. 2

    প্রথমে গেস জ্বালিয়ে ঘি দিয়ে তাতে গোটা গরম মসলা, তেজপাতা,গোলমরিচ দিয়ে 2-3 সেকেন্ড ভেজে পিঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেবো।

  3. 3

    এবার একটু ভাজা হলে আদাবাটা,রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে সিদ্ধ করা ডিমটা দিয়ে নাড়াচাড়া করে নুন দিলাম।

  4. 4

    এবারে ফেটিয়ে রাখা দই দিয়ে নাড়াচাড়া করে চিনি দিলাম।

  5. 5

    এবার ঐ বেটে রাখা কাজুবাদাম, চালমগজ, পোস্তদানা এক সাথে করে দিয়ে নাড়াচাড়া করে শিল্পধোয়া জল দিয়ে ফুটতে দিলাম।

  6. 6

    ভালো করে ফুটে ঘি ভেসে উঠলে আলাদা প্যেনে ১ টেবিল চামচ ঘি দিয়ে তাতে শুকনো লঙ্কা, রিঙ করে কাটা পিঁয়াজ, জাফরান দিয়ে,,

  7. 7

    ডিমের উপর ঢেলে নাড়াচাড়া করে দিলাম আর অল্পগরম মসালাও দিয়ে ১ মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়ে নানরুটি সাথে পরিবেশ করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rina Das
Rina Das @cook_17348736

মন্তব্যগুলি

Similar Recipes