চিকেন আঙ্গারা (chicken angara recipe in Bengali)

Nilakshi Paul
Nilakshi Paul @cook_15904852

#Masterclass Recipe 2

চিকেন আঙ্গারা (chicken angara recipe in Bengali)

#Masterclass Recipe 2

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

50-55মিনিট
4 জোন
  1. 600 গ্রাম চিকেন
  2. 2টো পেঁয়াজ
  3. 150 গ্রাম টক দই
  4. 1টা টমেটো
  5. 2চা চামচ আদা-রসুনের পেস্ট
  6. 1চা চামচ গোটা জীরা
  7. 1চা চামচ গোটা ধোনে
  8. 3 টুকরোদারুচিনি
  9. 3টে শুকনো লঙ্কা
  10. 5-6টা এলাচ
  11. 7-8টা লবঙ্গ
  12. 10-12টা গোলমরিচ
  13. 1চা চামচ ধনের গুঁড়ো
  14. 1চা চামচ লঙ্কার গুঁড়ো
  15. 1/2চা চামচ হলুদ গুঁড়ো
  16. 1চা চামচ কাশ্মীরি লাল মরিচ গুঁড়ো
  17. স্বাদ মতন লবন
  18. প্রয়োজন অনুযায়ীসর্ষের তেল
  19. প্রয়োজন অনুযায়ী ঘি
  20. 1টাচারকোল

রান্নার নির্দেশ সমূহ

50-55মিনিট
  1. 1

    সবার প্রথমে সব গোটা মশলা গুলো শুকনো খোলায় হালকা ভেঁজে মিক্সার এ দিয়ে একটা গুঁড়ো মশলা বানাতে হবে।

  2. 2

    এরপর চিকেন এ এই গুঁড়ো মশলা, টক দই, স্বাদ মতন লবন ও অল্প তেল দিয়ে মাখিয়ে 15মিনিটের মতন রাখতে হবে।

  3. 3

    কড়াইতে তেল গরম করে তারপর পেঁয়াজ ও টমেটো ভেঁজে নিতে হবে একটু লাল করে। তারপর চিকেন তার মধ্যে দিয়ে ও আদা রসুন বাটা দিয়ে কষাতে হবে 6-7 মিনিটের মতন।

  4. 4

    এরপর বাকি সব গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে ও আরও 5 মিনিট কষাতে হবে। এরপর জল দিয়ে 10-15 মিনিট রান্না করে নিতে হবে যতক্ষন না তেল বেরিয়ে আসছে।

  5. 5

    তেল বেরিয়ে আসলে একটা ছোট কোনো স্টিলের বাটি চিকেন এ রেখে তার মধ্যে গরম চারকোল দেবেন ও অল্প ঘি ওই চারকোল এ দিয়ে দেবেন আর করাই এর মুখ 10 মিনিটের জন্য ঢেকে দেবেন।

  6. 6

    এরপর চিকেন আঙ্গারা পরিবেশন করুন পরোটা,লুচি বা রুটির সঙ্গে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nilakshi Paul
Nilakshi Paul @cook_15904852

মন্তব্যগুলি

Similar Recipes