চিরের পোলাও (chirer polau recipe in Bengali)

Chandradipta Karmakar
Chandradipta Karmakar @cook_17436712
Muragachha,Nadia,

বাচ্চাদের টিফিন অথবা সন্ধ্যের টিফিন এ ভীষণ ভালো লাগবে

চিরের পোলাও (chirer polau recipe in Bengali)

বাচ্চাদের টিফিন অথবা সন্ধ্যের টিফিন এ ভীষণ ভালো লাগবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15মিনিট মত
1জনের
  1. 1 কাপকাঁচা চিরে
  2. 1টা ছোট আলু টুকরো করে কাটা
  3. 1টা পেঁয়াজ কুচি
  4. 2টো কাঁচালঙ্কা কুচি
  5. 1/2 অর্ধেক টমেটো কুচি
  6. 1/2 চা চামচ লবন
  7. 1/2চা চামচ হলুদ গুঁড়ো
  8. প্রয়োজন অনুযায়ীভাজা বাদাম
  9. 10টাকিসমিস
  10. 1চা চামচ পাতি লেবুুর রস
  11. 1চা চামচ ঘি
  12. পরিমান মত তেল
  13. 1/2 চা চামচচিনি
  14. 1/2চা চামচ জিরের গুঁড়ো
  15. 1/2 চা চামচফোঁড়নের জন্যে গোটা জিরে
  16. 2টো তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

15মিনিট মত
  1. 1

    প্রথমে কাঁচা চিরে গুলো কে জলে ভালো করে ধুয়ে,জল ঝরাতে দেব।কিসমিস গুলোকে জলে ভিজিয়ে রাখবো।

  2. 2

    এরপর প্রথমে কড়াইয়ে সাদা তেল গরম করে বাদাম গুলোকে ভেজে তুলে রাখবো।এরপর ওই তেলের মধ্যে গোটা জিরে,তেজপাতা ফোড়ন দিয়ে পিয়াঁজ কুচি,লঙ্কা কুচি গুলোকে ভেজে নেব,এরপর আলু র টুকরো গুলো দিয়ে সামান্য লবণ দিয়ে ঢেকে দেব,দিয়ে আলু গুলোকে ভেজে নেব।

  3. 3

    আলু ভাজা হলে এরমধ্যে টমেটো কুচি দিয়ে,দেব,সামান্য হলুদ দেব,এর মধ্যে জল ঝরানো চিরে গুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো,জিরের গুঁড়ো দিয়ে দেব,চিনি যোগ করবো।এরপর ভাজা বাদাম আর ভেজানো কিসমিস গুলো দিয়ে দেব।

  4. 4

    এরপর লবণের স্বাদ টা একটু দেখে নেব যেহেতু আলু ভাজার সময় লবন দিয়েছি,এরপর সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে পাতিলেবুর রস দেব।নামানোর আগে ঘি ছিটিয়ে 2মিনিট মত ঢেকে পরিবেশন করবো।চিরের পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chandradipta Karmakar
Chandradipta Karmakar @cook_17436712
Muragachha,Nadia,

মন্তব্যগুলি

Similar Recipes