তাওয়া  আন্ডা  পোলাউ (tawa anda polau recipe in Bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#গল্পকথায় রান্নাবান্নায় জমে উঠুক আড্ডাটা
#পিকনিক রেসিপি

তাওয়া  আন্ডা  পোলাউ (tawa anda polau recipe in Bengali)

#গল্পকথায় রান্নাবান্নায় জমে উঠুক আড্ডাটা
#পিকনিক রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩-৪
  1. ৪০০ গ্রাম বাসমতী চাল
  2. ২ টা সেদ্ধ ডিম টুকরো করে কাটা
  3. ২ টা কাঁচা ডিম
  4. ১ কাপ বাঁধাকপি কুচি
  5. ২ টো সেদ্ধ আলু
  6. ১ কাপ ফুলকপি
  7. ২ টো ছোট টমেটো টুকরো করে কাটা
  8. ২ টেবিল চামচ গ্রে্ট করা বিট
  9. ২ টা কাঁচা লংকা কুচি
  10. ৩০ গ্রাম পনির টুকরো করে কাটা
  11. ১/২ চা চামচ লংকা গুঁড়ো
  12. ২ চা চামচ বিরিয়ানি মশলা
  13. ১ চা চামচ ধনে গুঁড়ো
  14. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  15. ১ টেবিল চামচ ধনে পাতা কুচি
  16. ৩ টেবিল চামচ তেল
  17. ১/২ চা চামচ জিরা
  18. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথম আমি সব সামগ্রী গুলো একজায়গায় করে তারপর কুকারে চাল ধুয়ে জল দিয়ে ওর মধ্যে এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ ও ১ চা চামচ তেল ও নুন দিয়ে ভাত রান্না করে নিতে হবে ।

  2. 2

    এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে জিরা ও তেজপাতা ফোরন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি ও রসুন আদা কুচি দিয়ে অল্প ভেজে নিতে হবে ।এবার সব সব্জি গুলো দিয়ে দিতে হবে ।

  3. 3

    তারপর গ্রেড করা বিট ও টমেটো দিয়ে নাড়তে হবে এবার সব মশলা গুলো এড করে নিতে হবে তারপর পনির, ডিম ও আলু কে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  4. 4

    এবার ভাজা হলে ১ কাপ জল দিয়ে ঢেকে দিতে হবে ২-৩ মিনিট এর জন্য । তারপর কাঁচা ডিম গুলো একটা বাউলে ফাটিয়ে নিয়ে ওর মধ্যে নুন ও গোলমরিচ গুড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ।তারপর ফেটানো ডিম কে সব্জি তে ঢেলে দিতে হবে । আর ডিম রান্না হওয়া পর্যন্ত হতে দিতে হবে ।

  5. 5

    তারপর রান্না করা ভাতে কেসর দেওয়া দুধ দিয়ে নেড়ে চেড়ে ভাত গুলো ডিমের সব্জি তে দিয়ে হালকা করে নাড়তে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে । তারপর উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে ।

  6. 6

    এবার সর্বিংগ প্লেটে সাজিয়ে দই রায়তা ও সালাদের সাথে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes