ম্যাট সিঙ্গাড়া (mat singara recipe in Bengali)

Madhumita Saha
Madhumita Saha @cook_64759821

#ময়দা রেসিপি

ম্যাট সিঙ্গাড়া (mat singara recipe in Bengali)

#ময়দা রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
  1. ১.৭৫কাপ ময়দা
  2. ১টেবিল চামচ জোয়ান
  3. ১/২চা চামচ জিরে
  4. ১ টা পেঁয়াজ
  5. ১ টা কাঁচা লঙ্কা
  6. ১ চা চামচ আদা রসুন বাটা
  7. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  8. ১/২চা চামচ গরমমশলা গুঁড়ো
  9. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১ টা টমেটো
  11. ১৫০ গ্ৰাম পনির
  12. ১/২ চা চামচ চাটমশলা
  13. ২চা চামচ ধনেপাতা কুচি
  14. স্বাদমতো লবণ
  15. পরিমাণ মতোতেল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    ময়দা,১ চামচ লবণ,২ চামচ তেল ও জোয়ান মিশিয়ে হাল্কা গরম জল দিয়ে মেখে ২০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি।

  2. 2

    কড়াইয়ে ১ টেবিল চামচ তেল গরম করে জিরে, কাঁচালঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে আদা রসুন বাটা,হলুদ,ধনেগুড়ো, গরমমশলা গুড়ো দিয়ে নেড়ে টমেটো কুচি দিয়ে ভেজে নিয়েছি।পনীর, লবণ দিয়ে নেড়ে ধনেপাতা কুচি ও চাটমশলা দিয়ে পুর বানিয়ে নিয়েছি।

  3. 3

    মাখা ময়দা থেকে রুটির মতো লেচি কেটে রুটি বেলে নিয়েছি।

  4. 4

    চারপাশে কেটে আয়তাকার সেপ করে নিয়েছি।

  5. 5

    মাঝ বরাবর কেটে নিয়ে একটার উপর আর একটা বসিয়ে নিয়েছি।

  6. 6

    মাঝে পুর রেখে দুটো দিক ফোল্ড করে পুর ঢেকে দিয়েছি।

  7. 7

    বাকি দুটো দিক চাকু দিয়ে কেটে নিয়ে ম্যাট বানানোর মতো একটার আর একটা বসিয়ে ম্যাটের ডিজাইন করে নিয়েছি।

  8. 8

    সবগুলো বানিয়ে নিয়ে তেল গরম করে ডিপ ফ্রাই করে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhumita Saha
Madhumita Saha @cook_64759821

মন্তব্যগুলি

Similar Recipes