ফুলকপির সিঙ্গাড়া (foolkopir singara recipe in Bengali)

Soumyashree Roy Chatterjee
Soumyashree Roy Chatterjee @cook_20212524

ফুলকপির সিঙ্গাড়া (foolkopir singara recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
2 জন
  1. ২ কাপ ময়দা
  2. প্রয়োজন অনুযায়ীসাদা তেল
  3. ১ চা চামচ আদা বাটা
  4. ১ চা চামচ রসুন বাটা
  5. ১ চা চামচ পেঁয়াজ বাটা
  6. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
  8. ১ চা চামচ গোটা জিরে
  9. ২ টো শুকনো লঙ্কা
  10. স্বাদমতোলবণ
  11. ১/২ কাপ ধনেপাতা কুচি
  12. ১ কাপ ফুলকপি
  13. ১ কাপ আলু
  14. ১ চা চামচ জিরা গুঁড়ো
  15. ১চা চামচ ধনে গুঁড়ো
  16. প্রয়োজন অনুযায়ীজল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে ফুলকপি আলু ছোট করে কেটে জলে সিদ্ধ করে নিতে হবে।

  2. 2

    এবার কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরেগুঁড়ো ধনেগুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে কষাতে হবে।

  3. 3

    এবার ওর মধ্যে সিদ্ধ করে রাখা ফুলকপি ও আলু গুলো দিয়ে মসলার সাথে ভাল করে মাখিয়ে ভেজে নিতে হবে।এবার উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে। পুর টা রেডি হয়ে গেছে ওটাকে ঠান্ডা করে নিতে হবে।

  4. 4

    এবার দু কাপ ময়দা নিয়ে তার মধ্যে স্বাদমতো লবণ ও দুই চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে মেখে নিতে হবে। ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিট।

  5. 5

    এবার লেচি কেটে বেলে নিতে হবে। এবং এভাবে মাঝ বরাবর চাকু দিয়ে কেটে নিতে হবে।

  6. 6

    এবার কেটে রাখা ময়দা নিয়ে তার ভিতরে সিংগারার শেপ দিতে হবে। সবগুলো সিঙ্গারা এভাবে বানিয়ে নিতে হবে।

  7. 7

    এবার ডুবো তেলে সিংগারা গুলো ভেজে তুলে নিতে হবে।

  8. 8

    এবার গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumyashree Roy Chatterjee

Similar Recipes