স্টাফড আলুর দম(stuffed aloo dum recipe in Bengali)

নিবেদিতা মল্লিক
নিবেদিতা মল্লিক @cook_19984795

# আলুর রেসিপি

স্টাফড আলুর দম(stuffed aloo dum recipe in Bengali)

# আলুর রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
দুজন
  1. ৪ টি গোটা আলু সিদ্ধ করা
  2. ২৫ গ্রাম মটরশুঁটি সিদ্ধ (বিকল্পে ছানা)
  3. ৩ টি কাঁচালঙ্কা ১ টি কুচি ও ২ আস্ত
  4. ২ চা চামচ ভাজা মৌরী, জিরে ও ধনে গুঁড়ো
  5. ১ চিমটে জায়ফল গুঁড়
  6. ১ চিমটি জয়ত্রী গুঁড়
  7. স্বাদ অনুযায়ীনুন
  8. স্বাদ অনুযায়ীচিনি
  9. ১/২ কাপ দুধ
  10. ১/২ কাপ টমেটো পিউরি(ঘরে তৈরী)
  11. স্বাদ অনুযায়ীকাশ্মিরী লাল লঙ্কার গুঁড়ো
  12. ২ চা চামচ আদাবাটা
  13. প্রয়োজন অনুযায়ীতেল রান্নার জন্য
  14. ২ চা চামচ পোস্ত + কাজু দুধে বাটা সমপরিমানে
  15. ১ চা চমচ গরম মশলার গুঁড়

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    গোটা সিদ্ধ আলুর মাথাটায় চামচ ঢুকিয়ে ভিতর থেকে খানিকটা সিদ্ধ আলু কুরে বার করে সিদ্ধ মটরশুঁটির সঙ্গে ১/৪ কাপ দুধ দিয়ে বেটে ওতে নুন, চিনি স্বাদ অনুযায়ী দিন, জায়েফল, জয়ত্রী গুঁড় সামান্য আদাবাটা দিয়ে আঁচে নাড়ুন

  2. 2

    তৈরী হল আলুর ভিতরের পুর, ঠান্ডা করতে দিন

  3. 3

    পাত্রে তেল দিয়ে আদাবাটা, টমেটো পিউরি, কাশ্মিরী লঙার গুঁড়, ভাজা মৌরী, জিরে ধনে, নুন চিনি সব দিয়ে কসুন

  4. 4

    খুব ভালো করে কসে নিন

  5. 5

    এবার এতে রং ধরলে ১/৪ কাপ দুধে পোস্ত কাজু বাটা ঢেলে দিন

  6. 6

    ভালো করে কসে সামান্য জল দিয়ে তেল ছেড়ে এলে চাপা দিয়ে একটু ফুটতে দিন

  7. 7

    অন্যদিকে কোরানো সিদ্ধ আলু গুলি নুন, হলুদ মাখিয়ে ভেজে তুলুন

  8. 8

    ভাজা আলু ঠান্ডা হলে মটরশুঁটির পুর ভরে গ্রেভিতে দিন

  9. 9

    গামাখা হলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে পরিবেশণ করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
নিবেদিতা মল্লিক

মন্তব্যগুলি

Similar Recipes