শুখা জিরা আলু(sukha jeera aloo recipe in Bengali)

Anamika Chakraborty
Anamika Chakraborty @Anamika
আলিপুরদুয়ার

#আলুর রেসিপি
খুব সহজে রান্না হয়, রুটি পরোটা বা লুচির সাথে খেতে অনবদ্য । কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় ।

শুখা জিরা আলু(sukha jeera aloo recipe in Bengali)

#আলুর রেসিপি
খুব সহজে রান্না হয়, রুটি পরোটা বা লুচির সাথে খেতে অনবদ্য । কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
2 জন
  1. 3টে মাঝারি আলু
  2. 1টি ছোটো টমেটো
  3. 2টিকাঁচা লংকা
  4. 1/3 চা চামচ লংকা গুড়ো
  5. 1/4চা চামচ জিরেগুঁড়ো
  6. 1/2 চা চামচহলুদগুঁড়ো
  7. 1/4চা চামচ চিনি
  8. 2চা চামচ কসৌরি মেথি
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. 2টেবিল চামচ ধনেপাতা কুচি
  11. 1টিশুকনো লঙ্কা
  12. 1চা চামচ গোটা জিরা
  13. 2 টেবিল চামচ সরষে তেল

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে আলু সেদ্ধ করে টুকরো করে কেটে নিতে হবে । টমেটো টিও টুকরো করে কেটে নিতে হবে । ধনেপাতা ও লংকা একটু বড়ো করে কেটে নিয়েছি।

  2. 2

    কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, গোটা জিরা ফোড়ন দিতে হবে, এরপর আলু, টমেটো ও লংকা কুচি দিয়ে হালকা হাতে নাড়তে হবে ।

  3. 3

    এরপর তাতে নুন, হলুদ দিয়ে কড়াইয়ের হাতল ধরে নেড়ে নিতে হবে । খুন্তি দিয়ে নাড়লে সাবধানে করতে হবে যেনো আলু ভেঙে না যায় । কম আঁচে করতে হবে ।

  4. 4

    আলুতে যখন বাদামি রং ধরবে তখন তাতে লংকা গুঁড়ো, জিরেগুঁড়ো দিয়ে নেড়ে 2 টেবিল চামচ মতো জল দিয়ে মেশাতে হবে । জল কম ব্যবহার হবে, শুধু মশলা গুলো মেশানোর জন্য । জল শুকিয়ে গেলে তাতে কসৌরি মেথি দিয়ে আবারও হালকা হাতে নাড়তে হবে ।

  5. 5

    একদম শুখা হয়ে এলে তাতে ধনেপাতা কুচি ও চিনি
    মিশিয়ে 2 মিনিট ঢেকে রাখতে হবে । তৈরি শুখা জিরা আলু। খেতে খুব টেস্টি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anamika Chakraborty
আলিপুরদুয়ার
আমি homemaker আমি রান্না করতে ও নানান রান্নায় নতুনত্ব আনতে ভালোবাসি ।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes