পালং পনির (palak paneer recipe in Bengali)

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01

#CP

পালং পনির (palak paneer recipe in Bengali)

#CP

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪ জনের জন্য
  1. ২০০ গ্ৰাম পনির
  2. ১আঁটি পালং- শাকের পাতা
  3. ১টেবিল চামচ কসুরি মেথি
  4. স্বাদ অনুযায়ীকাঁচা লঙ্কা
  5. ১চা চামচ আদা বাটা
  6. স্বাদ অনুযায়ীনুন
  7. ২ টেবিল চামচ মাখন
  8. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ১চা চামচ চিনি
  10. ১চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  11. ১/২চা চামচ মটর ডালের দানা
  12. পরিমাণ অনুযায়ীসাদা তেল
  13. ২টেবিল চামচ মাখন

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    পনির কিউব করে কেটে নুন জলে ফুটিয়ে নিয়ে তেল গরম করে ভেজে নিতে হবে।

  2. 2

    এরপর পনির ভাজার তেলে জিরে ফোরন দিয়ে পালং শাকের পাতা ও মটর ডালের দানা স্বাদ মতো নুন, চিনি ও কাঁচালঙ্কা দিয়ে অল্প নারাচারা করে, ঠান্ডা করে মিক্সিংতে পেষ্ট তৈরি করে নিতে হবে।

  3. 3

    এবার কড়াতে পরিমাণ মতো তেল গরম করে আদা দিয়ে নারাচারা করে পালং শাকের পেষ্ট দিয়ে ও ভাজা পনির গুলি দিয়ে,শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিতে হবে। গ্ৰেভি ঘন হয়ে এলে কেশরি মেথি ও মাখন দিয়ে অল্প ফুটিয়ে নামিয়ে নিতে হবে। এবার তৈরি পালং পনির গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01
আমি রান্না করতে ভালবাসি, নিত্য নতুন রান্না কুকপ্যাড থেকে শিখে বানানোর চেষ্টা করি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes