বাটার ক্যাপ্সি পনির (butter capsi paneer recipe in Bengali)

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

বাটার ক্যাপ্সি পনির (butter capsi paneer recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
3 জনের
  1. 250 গ্রামপনির
  2. 1টা ছোট ক্যাপ্সিকাম
  3. 100 গ্রামটক দ‌ই
  4. 1টা বড় পেঁয়াজ
  5. 1টা ছোট টমেটো
  6. 1/2 কাপমটরশুঁটি
  7. 1টেবিল চামচ আদা বাটা
  8. স্বাদমত কাঁচা লংকা বাটা
  9. 2টেবিল চামচ কাজু বাটা
  10. 2টেবিল চামচ পোস্ত বাটা
  11. 1টেবিল চামচ চারমগজ বাটা
  12. 50গ্রাম(40+10) বাটার /মাখন
  13. 1/ইচা চামচহলুদ গুঁড়ো
  14. 1/2চা চামচজিরে গুঁড়ো
  15. 1/2চা চামচধনে গুঁড়ো
  16. 1চা চামচকাশ্মীরি লংকা গুঁড়ো
  17. স্বাদমতো নুন ও চিনি
  18. 1/2 চা চামচগরম মশলা
  19. 1টেবিল চামচ কসুরি মেথি

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    সব উপকরন এক জায়গায় নিতে হবে ।

  2. 2

    প্রথমে পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো চৌকো করে কেটে নিতে হবে । কাজু বাটা, পোস্ত বাটা, চারমগজ বাটা আর টক দ‌ই একসাথে ফেটিয়ে রাখতে হবে । আদা বাটা, কাঁচা লংকা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লংকা গুঁড়ো, নুন আর চিনি সামান্য জল দিয়ে মিশিয়ে পেস্ট তৈরি করে রাখতে হবে ।

  3. 3

    এবার কড়ায় 40 গ্রাম বাটার গরম করে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে হালকা ভেজে নিতে হবে ।

  4. 4

    কাঁচা গন্ধ চলে গেলে টমেটো দিয়ে 2/3 মিনিট ভেজে মশলার মিশ্রনটা দিয়ে কসাতে হবে ।

  5. 5

    তেল ছাড়তে শুরু করলে মটরশুঁটি গুলো দিয়ে কসতে হবে । 2 মিনিট পর কাজু বাটা, পোস্ত বাটা, চারমগজ বাটা আর টক দ‌ই এর মিশ্রনটা দিয়ে আর‌ও 2/3 মিনিট কসে পনিরের কিউব গুলো দিতে হবে ।

  6. 6

    খুন্তি দিয়ে ভাল করে মিশিয়ে কিছুক্ষন কুক করে গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে নিয়ে কাসুরি মেথি হাত দিয়ে একটু ঘসে নিয়ে দিয়ে দিতে হবে ।

  7. 7

    নেড়ে মিশিয়ে নিয়ে উপর থেকে 10 গ্রাম বাটার কিউব করে কেটে দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিতে হবে ।

  8. 8

    10 মিনিট পর বাটার ক্যাপসি পনির সার্ভ করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

Similar Recipes