এঁচোড়ের বিরিয়ানি (echorer biriyani recipe in Bengali)

Papiya Modak
Papiya Modak @papiya_93
Hooghly

এঁচোড়ের বিরিয়ানি (echorer biriyani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. প্রধান উপকরণ
  2. ১ কেজি এঁচোড়
  3. ৫০০ গ্রাম বাসমতী চাল
  4. ৪ টি পেঁয়াজ কুচি
  5. ২ টি টমেটো কুচি
  6. ২ টেবিল চামচ রসুন বাটা
  7. ৪ টেবিল আদা শুকনো লঙ্কা বাটা
  8. ৪ টি চেরা কাঁচালঙ্কা
  9. ২৫০ গ্রাম টক দই
  10. ২ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  11. স্বাদ অনুযায়ীলবন
  12. পরিমাণ মতোসর্ষে তেল
  13. প্রয়োজন মতকেওড়া জল
  14. পরিমান মতোমিঠা আতর
  15. পরিমানমতোঘি
  16. পরিমাণমতোজল
  17. ১ টেবিল চামচ জিরে
  18. ১ টি শুকনো লঙ্কা
  19. ২ টি তেজপাতা
  20. ২ টি এলাচ
  21. বিরিয়ানী মশলা তৈরীর জন্য
  22. ১ টি তেজপাতা
  23. ১ টি শুকনো লঙ্কা
  24. ১ টেবিল চামচ জিরে
  25. ১ টেবিল চামচ মৌরি
  26. ১ টেবিল চামচ ধনে
  27. ৪ টি এলাচ
  28. ৪ টি লবঙ্গ
  29. ৪ টি গোলমরিচ
  30. ১" দারচিনি
  31. ১ টি জয়িত্রী

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে এঁচোড় টুকরো করে কেটে ধুয়ে লবন ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম৷

  2. 2

    এবার বাসমতি চাল ২টি এলাচ ও ১টি তেজপাতা দিয়ে ৮০% সেদ্ধ করে ফ্যান ঝড়িয়ে নিলাম৷

  3. 3

    বিরিয়ানী তৈরির মশলা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিতে হবে৷

  4. 4

    এবার কড়াইতে পরিমান মতো সর্ষে তেল গরম করে অর্ধেক পেঁয়াজ ভেজে বেরেস্তা করেনিলাম৷

  5. 5

    বাকি তেলে জিড়ে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন ও পেঁয়াজ ভেজে নিলাম৷

  6. 6

    এবার ওতে দিলাম টমেটো কুচি ও লবন৷

  7. 7

    এবার চেরা কাঁচা লঙ্কা ও সেদ্ধ এঁচোড় দিয়ে ভেজে নিলাম৷

  8. 8

    ওতে দিলাম হলুদ, অর্ধেক বিরিয়ানী মশলা, আদা শুকনো লঙ্কা বাটা ও ফেটানো টক দই৷

  9. 9

    সামান্য জল দিয়ে কষিয়ে নিলাম৷

  10. 10

    এবার এঁচোড় কষানো হলে গ্যাস নিভিয়ে এঁচোড় থেকে অর্ধেক তুলে নিলাম৷

  11. 11

    বাকি এঁচোড় কড়াই তে থাকতে ওপরে অর্ধেক ভাত এর প্রলেপ দিলাম৷

  12. 12

    এরপর বেরেস্তা ও বিরিয়ানী মশলা ছড়িয়ে কিছুটা এঁচোড়ের প্রলেপ দিলাম৷ এইভাবে ভাত ও এঁচোড়ের কয়েকটি প্রলেপ দিলাম৷

  13. 13

    সব শেষে ওপর থেকে বেরেস্তা, বিরিয়ানী মশলা, ঘী, কেওড়া জল ও মীঠা আতর দিলাম৷

  14. 14

    ঢেকে দিয়ে ধীমে আঁচে কিছুক্ষন দমে রাখলাম৷ তৈরি এঁচোড় বিরিয়ানী৷

  15. 15

    স্যালাড সহ পরিবেশন করলাম৷

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Papiya Modak
Papiya Modak @papiya_93
Hooghly
cooking is my passion
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes