আলুর দম (aloor dum recipe in Bengali)

Sampa Majumdar
Sampa Majumdar @cook_26722158

আলুর দম (aloor dum recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 500 গ্রামচন্দ্রমুখি আলু
  2. 1টা পেঁয়াজ বাটা
  3. 2টো কাঁচালঙ্কা বাটা
  4. 1টেবিল চামচ হলুদ গুঁড়ো
  5. 1টেবিল চামচ আদা বাটা
  6. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  7. 1টেবিল চামচ ধনে জিরে গুঁড়ো
  8. 1 টা টমোটো বাটা
  9. 2টেবিল চামচ কাজুবাদাম পেস্ট
  10. 1 চা চামচচিনি
  11. 1টেবিল চামচ ঘি
  12. 1/2 চা চামচগরম মসলা গুঁড়ো
  13. স্বাদ অনুযায়ী নুন
  14. 4টেবিল চামচ সর্ষের তেল
  15. 1/2 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আলু ছাড়িয়ে বড়ো বড়ো টুকরো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে করাতে তেল গরম করে ভেজে তুলে রাখতে হবে

  2. 2

    ওই তেলে পিঁয়াজ বাটা একটু কষিয়ে তাতে রসুন বাটা টমোটো পেস্ট আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে বাকি সব মসলা দিয়ে কষিয়ে আলু দিয়ে ভালো করে মিশিয়ে দু কাপ জল দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে

  3. 3

    পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে ভালো করে মিশিয়ে প্রয়োজন হলে আর একটু জল দিয়ে দু মিনিট ফুটিয়ে ঘি গরম মসলা দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে নামিয়ে নিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Majumdar
Sampa Majumdar @cook_26722158

Similar Recipes