চটজলদি এগ বিরিয়ানি(chatjoldi egg biryani recipe in Bengali)

Rupkatha Sen
Rupkatha Sen @cook_17319600

#রন্ধনে_বাঙালি
#ডিমের রেসিপি

চটজলদি এগ বিরিয়ানি(chatjoldi egg biryani recipe in Bengali)

#রন্ধনে_বাঙালি
#ডিমের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩০০ গ্রাম দেরাদুন রাইস
  2. ৩টে ডিম
  3. ৬ পিস টুকরো করে কাটা আলু
  4. ২ টেবিল চামচ পেঁয়াজকুচি
  5. ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  6. ২ টেবিল চামচ আদা রসুন বাটা
  7. ১ টেবিল চামচ জিরা গুঁড়ো
  8. ১টেবিল চামচ লঙ্কাগুঁড়ো
  9. ১ টেবিল চামচ ধনে গুঁড়ো
  10. স্বাদ অনুযায়ী লবণ
  11. ১ টেবিল চামচ হলুদ
  12. ২ টেবিল চামচ কেওড়া জল
  13. ১ টেবিল চামচ গোলাপজল
  14. ১/২ চা চামচ মিঠা আতর
  15. ৩ টেবিল চামচ বিরিয়ানি মসলা
  16. ১ টেবিল চামচ চিনি
  17. ৩ টেবিল চামচ ঘি
  18. ১/২ চা চামচ জাফরান রং
  19. ১/২চা চামচগুঁড়ো দুধ
  20. প্রয়োজন অনুযায়ীসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে দেরাদুন চাল গুলোকে ভিজিয়ে রাখতে হবে। তারপর ভাত রান্না করে নিতে হবে ভাত টা পুরোপুরি করে নিলে হবে না একটু শক্ত রেখে হাত নামিয়ে নিতে হবে এবং ভাত ফোটার সময় কেওরা জল ও বিরিয়ানি মসলা দিয়ে দিতে হবে দিতে হবে। ভাত হয়ে গেলে জল ঝরিয়ে সামান্য ভাতে লবণ মিশিয়ে নিতে হবে। এইবার

  2. 2

    এবার আলু আর ডিম গুলো সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে আলু ও ডিম গুলো কে হালকা করে ভেজে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি গুলোকে দিয়ে হালকা বাদামি করে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে।

  4. 4

    এবারে কড়াইতে তেল দিয়ে তাতে একে একে টমেটো কুচি,পিঁয়াজ বাটা,আদা রসুন বাটা,দিয়ে দিতে হবে।

  5. 5

    এবার মশলা টা ভালো করে কষিয়ে তাতে জিরের গুঁড়ো, লঙ্কাগুঁড়ো,ধনে গুঁড়ো ও বিরিয়ানি মসলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।তেল ছাড়লে তাতে ভেজে রাখা আলু ও ডিম দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দিতে হবে।। ঝোলটা ফুটে উঠলে সামান্য ঘি গরম মসলা দিয়ে নামিয়ে নিতে হবে।

  6. 6

    এবার একটা ডেচকিতে তেল মাখিয়ে নিতে হবে।

  7. 7

    এবার প্রথমে ভাতের স্তর দিয়ে উপরে আলু ডিম সাজিয়ে দিতে হবে।

  8. 8

    এবার ওই আলু ডিমের স্তরের উপর ভাতের স্তর দিয়ে দিতে হবে। ভাতের উপরে দুধে গুলে রাখা জাফরান, বেরেস্তা,গোলাপজল,বিরিয়ানি মসলা,মিঠা আতর,ঘি, দিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে দমে রাখতে হবে ২০-২৫ মিনিট বেশ তাহলে রেডি হয়ে যাবে চটজলদি এগ বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rupkatha Sen
Rupkatha Sen @cook_17319600

মন্তব্যগুলি

Similar Recipes