কড়াইশুঁটি ও ছানার বল দিয়ে মিষ্টি পোলাউ (karaishuti o chaanar ball diye misti polau recipe)

Reshmi Deb
Reshmi Deb @cook_17255099
শিলিগুড়ি

#iamimportant
#দোলউৎসব
গোবিন্দভোগ চাল দিয়ে কড়াইশুঁটির মিষ্টি পোলাউ আমার প্রিয় রেসিপি আর এর সাথে ছানার বল ভাজা মিশিয়ে নিলে তো কথাই নেই. আজ নারী দিবস ও দোলউৎসব এর রেসিপি হিসেবে এই পোলাউ রাধাগোবিন্দ কে ভোগ দিলাম. আমি এই মিষ্টি পোলাউ টি হাঁড়ি তে রান্না করেছি.

কড়াইশুঁটি ও ছানার বল দিয়ে মিষ্টি পোলাউ (karaishuti o chaanar ball diye misti polau recipe)

#iamimportant
#দোলউৎসব
গোবিন্দভোগ চাল দিয়ে কড়াইশুঁটির মিষ্টি পোলাউ আমার প্রিয় রেসিপি আর এর সাথে ছানার বল ভাজা মিশিয়ে নিলে তো কথাই নেই. আজ নারী দিবস ও দোলউৎসব এর রেসিপি হিসেবে এই পোলাউ রাধাগোবিন্দ কে ভোগ দিলাম. আমি এই মিষ্টি পোলাউ টি হাঁড়ি তে রান্না করেছি.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
4-5 জন
  1. ৩ কাপ গোবিন্দ ভোগ চাল
  2. ১ কাপ কড়াইশুঁটির দানা
  3. ১/২ কাপ ছানা
  4. ১৫ গ্রাম ভাঙা কাজু
  5. ১৫ গ্রাম কিসমিস
  6. ১ টা জায়ফল
  7. ২ টো জয়িত্রী
  8. ২ টো তেজপাতা
  9. ৪-৫ টা ছোট এলাচ
  10. ১/২ " দারচিনি
  11. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  12. ১/৪ চা চামচ দারচিনি গুঁড়ো
  13. ৭-৮ চা চামচ চিনি
  14. ১০০ গ্রাম ঘি
  15. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  16. স্বাদ অনুযায়ী নুন

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে গোবিন্দ ভোগ চাল ভালো করে ধুয়ে ছাঁকনি তে জল ঝরিয়ে সামান্য হলুদ মাখিয়ে রেখেছি. এই সময় সমস্ত উপকরণ সাজিয়ে নিয়ে ছানাতে সামান্য নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে ছোট ছোট বল বানিয়ে নিলাম

  2. 2

    হাঁড়িতে পরিমান মতো ঘী দিয়ে প্রথমে কাজুবাদাম ভেজে নিলাম. এর পর ছোট এলাচি ফাটিয়ে দিয়ে দারচিনি, তেজপাতা ও কড়াইশুঁটি দিয়ে ১মিনিট ভেজে নিলাম. এবার দিলাম গোবিন্দ ভোগ চাল, হলুদ গুঁড়ো. ভালো করে মিশিয়ে নিলাম

  3. 3

    এবার চিনি ও কিসমিস মিশিয়ে ৪.৫ কাপ জল দিয়ে স্বাদমতো নুন দিয়ে হাঁড়ির মুখ ঢেকে দিলাম কম আঁচে. চাল আধা সেদ্ধ হয়ে এলে এবং জল টেনে এলে হাঁড়ি ভালো করে ঝাকিয়ে দিয়ে দিলাম জায়ফল গুঁড়ো ও জয়িত্রী থেঁতো করে. হাড়ি তে আর একটু ঘী দিয়ে ১ মিনিট পর পর দু তিনবার ঝাকিয়ে নিলাম. দিয়ে দিলাম এলাচি ও দারচিনি গুঁড়ো. আরো একবার ঝাকিয়ে নিলাম. এতক্ষনে দেখলাম পোলাউ ঝরঝরে হয়ে সুগন্ধ বের হচ্ছে. গ্যাস ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে রাখলাম

  4. 4

    এবার এক টেবিল চামচ ঘী তে ছানার বল গুলো ভেজে তুলে নিলাম. মিশিয়ে দিলাম পোলাউ এর সাথে. আবীরের সাথে সাজিয়ে রাধাগোবিন্দ কে নিবেদন করলাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Reshmi Deb
Reshmi Deb @cook_17255099
শিলিগুড়ি
টিচার, রান্না আমার passion
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes