দম পোলাও (dum polau recipe in Bengali)

Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান

#GA4
#week8
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি পোলাও শব্দ টা বেছে নিয়েছি। আমি বানিয়েছি দম পোলাও।

দম পোলাও (dum polau recipe in Bengali)

#GA4
#week8
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি পোলাও শব্দ টা বেছে নিয়েছি। আমি বানিয়েছি দম পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জন
  1. 4 কাপগোবিন্দ ভোগ চাল
  2. 2 টিতেজপাতা
  3. 3/4 কাপঘি
  4. 4 টিএলাচ
  5. 1 ইঞ্চিদারচিনি
  6. 1/4 কাপকাজু
  7. 1/4 কাপকিসমিস
  8. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  9. 1 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  10. 8 কাপজল
  11. নুন ও চিনি স্বাদ মতো

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    কাজু ও কিসমিস ভালো করে ধুয়ে রাখতে হবে। সব উপকরণ একসাথে গুছিয়ে নিতে হবে।

  2. 2

    চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবার চালের সাথে অর্ধেকটা ঘি, কাজু, কিসমিস, চিনি, নুন, হলুদ, তেজপাতা, অর্ধেকটা গরম মশলা গুরো ও গোটা গরম মশলা ভালো করে মেখে রাখতে হবে।

  3. 3

    গ্যাসে হাঁড়ি বসিয়ে তাতে বাকি ঘি দিতে হবে। ঘি গরম হলে মেখে রাখা চাল টা দিয়ে ভালো করে ভাজতে হবে। অন্য একটা পাত্রে জল গরম বসাতে হবে।

  4. 4

    ভাজা হয়ে গেলে পরিমাণ মতো গরম জল মিশিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এই সময় গ্যাস মিডিয়াম-লো তে রাখতে হবে।

  5. 5

    একটু পরে পরে ঢাকা তুলে নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে রাখতে হবে। পুরো জলটা শুকিয়ে গেলে গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 15-20 মিনিট।

  6. 6

    15-20 মিনিট পর পরিবেশন করতে হবে দম পোলাও। আমি চিকেন কষার সাথে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান
খুব সাধারণ এক গৃহবধূ ও একজন মা।
আরও পড়ুন

Similar Recipes