চাল চিতল(chal chitol recipe in Bengali)

Bandana Chowdhury
Bandana Chowdhury @cook_15662294
patna

#নববর্ষের রেসিপি

চাল চিতল(chal chitol recipe in Bengali)

#নববর্ষের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কিলোচিতল মাছ
  2. 4 টিপেঁয়াজ
  3. 2টেবিল চামচগোবিন্দ ভোগ চাল
  4. 6 টা কাঁচালঙ্কা
  5. 2 চা চামচআদা বাটা
  6. 1চা চামচরসুন বাটা
  7. 2টেবিল চামচটম্যাটো বাটা
  8. 1চা চামচভাজা জিরে গুঁড়ো
  9. 1চা চামচধনে গুঁড়ো
  10. 1 চা চামচচিনি
  11. 2 চা চামচলঙ্কা গুঁড়ো
  12. 1 চা চামচ ভাজা মসলা
  13. স্বাদ অনুযায়ী নুন
  14. প্রয়োজন অনুযায়ীতেল
  15. 2টিতেজপাতা
  16. 4টিছোট এলাচ
  17. প্রয়োজন অনুযায়ী তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মাছ ধুয়ে নিন হলুদ মাখিয়ে এপিRও ওপিঠ করে ভেজে নিতে হবে

  2. 2

    গোবিন্দ ভোগ চাল মিক্সি টে একটু ভেঙে নিতে হবে এবার ধুয়ে ভিজিয়ে দিতে হবে

  3. 3

    ছোট এলাচ লবঙ্গ দারচিনি,জীরে ধোনে,শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করা

  4. 4

    এবার ওই কড়াইয়ে আরো 2 টেবিল চামচ তেল দিয়ে প্রত্যমে চিনি তা দিতে হবে তেল টা লাল হয়ে গেলে তেজপাতা ছোট এলাচ ফোরণ দিয়ে কুচন পেঁয়াজ দিয়ে লাল করে ভাজতে হবে তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে কোষতে হবে

  5. 5

    এরপর ওর মধ্যে সব শুকনো মসলা হলুদ গুঁড়ো,লঙ্কা গুঁড়ো,জীরে গুঁড়ো, ধোনে গুঁড়ো,টম্যাটো বাটা দিয়ে অল্প জল দিয়ে কোষতে হবে কষা হয়ে গেলে ধুয়ে রাখা চাল দিয়ে মসলার সঙ্গে কোষে নিতে হবে 5 মিনিট

  6. 6

    এবার 2 কাপ গরম জল 1 চা চামচ ভাজা মসলা দিয়ে ফুটে উঠলে গ্যাস কমিয়ে 10 মিনিট বসিয়ে রাখতে হবে

  7. 7

    10 মিনিট পর ঢাকনা খুলে ভাজা মাছ গুনো দিয়ে একবার ফুটে উঠলে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে

  8. 8

    এবার ভাত পোলাও লুচি দিয়ে পরিবেশন করুন উৎসবের দিনে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Bandana Chowdhury
Bandana Chowdhury @cook_15662294
patna

Similar Recipes