মটরশুঁটির কচুরি ও আলু-কুমড়ো-মটরশুঁটির তরকারি

SWATI MUKHERJEE
SWATI MUKHERJEE @Swati_1234
Kolkata

#লকডাউন রেসিপি

মটরশুঁটির কচুরি ও আলু-কুমড়ো-মটরশুঁটির তরকারি

#লকডাউন রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. কচুরির জন্যে
  2. ২ কাপ মটরশুঁটি দানা
  3. ২" আদা
  4. ৮ টা কাঁচা লঙ্কা
  5. ভাজা মশলার জন্যে
  6. ১ চা চামচ জিরে
  7. ২ চা চামচধনে
  8. ১০ টিগোলমরিচ
  9. ২ টি শুকনো লঙ্কা
  10. ২" দারচিনি
  11. ১/২চা চামচহিং
  12. ৭৫০ গ্রামময়দা
  13. ৩ টেবিল চামচময়ান এর জন্যে সাদা তেল
  14. ১ চা চামচ জোয়ান
  15. স্বাদমতোনুন
  16. ৩চা চামচচিনি
  17. প্রয়োজন অনুযায়ীভাজার জন্যে ও ময়ান দেবার জন্যে সাদা তেল
  18. তরকারির জন্যে-
  19. পরিমানমতোআলু ছোটো করে কাটা
  20. পরিমাণ মতোকুমড়া ছোট করে কাটা
  21. ১/২ কাপ মটরশুঁটি দানা
  22. ১ চিমটিহিং
  23. ১/২ পাঁচফোড়ন
  24. ২ টি তেজপাতা
  25. ১ টি ছোট এলাচ
  26. ১ টেবিল চামচ ময়দা
  27. স্বাদমতোনুন
  28. ১ চা চামচ চিনি বা গুড়
  29. ৩ টেবিল চামচ সাদা তেল
  30. ১ চা চামচ ভাজা মশলা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ময়ান,নুন ও চিনি, জোয়ান দিয়ে ময়দা মেখে ঢাকা দিয়ে রাখুন।

  2. 2

    মটরশুঁটি দানা গুলো মিক্সি তে পেস্ট করে নিন আদা ও কাঁচা লংকা সমেত।

  3. 3

    কড়াইয়ে সাদা তেল গরম করে পেস্ট টা দিন, ওতে হিং, নুন,চিনি মেশান,জল টানিয়ে আনতে হবে।যখন কড়াইয়ের তলা ছাড়তে শুরু করবে আগুন নিভিয়ে দিন।ভাজা মশলা ২ চামচ মত দিন,মিশিয়ে নিন।ঠান্ডা হলে ওর থেকে ছোট ছোট গোল্লা পাকান পুরের।

  4. 4

    ময়দা মাখা থেকে লেচি কেটে ওর মধ্যে পুরের গোল্লা গুলো দিয়ে মুড়ে দিন।সব কয়টা হয়ে গেলে সাদা তেল গরম করুন কড়াইয়ে। লেচি গুলো বেলে কচুরি ভেজে তুলুন।

  5. 5

    তরকারির জন্যে,তেল গরম করে ওতে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, হিং এলাচ দিন,সুগন্ধ বের হলে ওতে সব সব্জি দিয়ে খানিকটা কষে নিয়ে নুন ও মিষ্টি মেশান।পরিমাণ মত জলদিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন।সেদ্ধ হয়ে এলে অল্প ময়দা গুলে ওতে মিশিয়ে ঘন করে নিন।ওপর থেকে ঘি আর ভাজা মশলা গুড়ো ছড়িয়ে দিন।

  6. 6

    কচুরি আর তরকারি পরিবেশন করুন গরম গরম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SWATI MUKHERJEE
SWATI MUKHERJEE @Swati_1234
Kolkata
I am damn passionate about cooking, also love to try various cuisine & let them try to cook at home...
আরও পড়ুন

Similar Recipes