মুগ পেঁপের ঘন্ট (moog peper ghonto recipe in Bengali)

Papiya Alam
Papiya Alam @swaad123
Dubai ,UAE

#গ্রীষ্মকালের রেসিপি

মুগ পেঁপের ঘন্ট (moog peper ghonto recipe in Bengali)

#গ্রীষ্মকালের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15মিনিট
2 জনের জন্য
  1. 1/4 কাপমুগ ডাল
  2. 1 কাপকাঁচা পেঁপে (কুচি করে কাটা)
  3. 6 টিডালের বড়ি
  4. 1টিশুকনো লঙ্কা
  5. 3 টেবিল চামচতেল
  6. 1/4 চা চামচকালো জিরে
  7. 1টিএলাচ
  8. 2 টিলবঙ্গ
  9. 1টি দারচিনি ছোট টুকরা
  10. 1/4 চা চামচঘি
  11. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  12. 1/4 চা চামচজিরে গুঁড়ো
  13. 1/4 চা চামচআদা বাটা
  14. স্বাদমতোলবন
  15. 1 চিমটিচিনি

রান্নার নির্দেশ সমূহ

15মিনিট
  1. 1

    একটি পাত্র গরম করে মুগ ডাল ভেজে তুলে নিতে হবে। এবার তেল দিয়ে ডালের বড়ি ভেজে নিয়ে আলাদা করে রাখতে হবে।

  2. 2

    এবার তেলের মধ্যে কালো জিরে দিয়ে 2-3 সেকেন্ড নাড়াচাড়া করে শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিতে হবে। আদা বাটা,হলুদ আর জিরে এক চামচ জলে গুলে নিতে হবে।

  3. 3

    এবার গুলে রাখা মসলা তেলে দিয়ে একটু কষিয়ে নিতে হবে।

  4. 4

    এবার কুচি করে কেটে রাখা পেঁপে দিয়ে মসলার সাথে ভাল করে মাখিয়ে নিতে হবে।

  5. 5

    এবার ভেজে রাখা ডাল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে । এবার পরিমানমতো জল দিয়ে মিশিয়ে নিতে হবে।লবন দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করতে হবে।

  6. 6

    ঢাকনা খুলে চিনি আর ভাজা ডালের বড়ি দিয়ে মাখিয়ে নিতে হবে। ঘি দিয়ে একবার মিশিয়ে নিতে হবে।

  7. 7

    গ্যাস থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Papiya Alam
Papiya Alam @swaad123
Dubai ,UAE
"I'm just someone who likes cooking and for whom sharing food is a form of expression"
আরও পড়ুন

Similar Recipes