ওয়ান পট এগ বিরিয়ানি (one pot egg biryani recipe in Bengali)

Ratna Bauldas
Ratna Bauldas @Ratna_bauldas

#goldenapron3 (week 13)

ওয়ান পট এগ বিরিয়ানি (one pot egg biryani recipe in Bengali)

#goldenapron3 (week 13)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
4 সারভিংস
  1. 2 কাপবাসমতী রাইস
  2. 4টি ডিম
  3. 4টি ছোট আলু
  4. 1 কাপপেঁয়াজ বেরেস্তা
  5. 1টি টমেটো
  6. 2টি পেঁয়াজ কুঁচি
  7. 1টেবিল চামচ আদা-রসুন পেস্ট
  8. 2টেবিল চামচ ঘি
  9. 3টেবিল চামচ দই
  10. 1চা চামচ ধনেগুঁড়ো
  11. 2চা চামচ বিরিয়ানি মশলা
  12. 1চা চামচ চিনি
  13. 1চা চামচ হলুদ গুঁড়ো
  14. 1চা চামচ লঙ্কাগুঁড়ো
  15. 3টি কাঁচালঙ্কা
  16. 2টেবিল চামচ ধনেপাতা কুঁচি
  17. 8-9টি পুদিনা পাতা
  18. 10-12টি সয়াবিন
  19. 1চা চামচ কেওড়া জল
  20. 1চা চামচ গোলাপজল
  21. স্বাদমতোনুন
  22. পরিমাণ মতোসাদাতেল
  23. পরিমাণ মতফোঁড়নের জন্য এলাচ, লবঙ্গ, দারুচিনি, স্টার এনিস, তেজপাতা, জিরে, শুকনোলঙ্কা ।

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    ডিম, আলু সিদ্ধ করে নিতে হবে কড়াইতে সাদাতেল গরম করে তাতে অল্প ঘি দিয়ে হলুদ-লঙ্কাগুঁড়ো-নুন মাখিয়ে ডিম আর আলু ভেজে নিতে হবে।

  2. 2

    ঐ তেলেই গোটা মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুঁচি দিয়ে বাদামী করে ভেজে আদা-রসুনের পেস্ট দিয়ে কষিয়ে টমেটো কুঁচি, কাঁচালঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে।

  3. 3

    টমেটো নরম হয়ে গেলে ফেটানো টকদই, ধনেপাতা কুঁচি, পুদিনা পাতা দিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে।

  4. 4

    এবার সমস্ত গুঁড়ো মশলা গুলো দিয়ে নুন,ডিম, আলু, সয়াবিন দিয়ে ভালো করে মিশিয়ে ধুয়ে রাখা চাল আর জল দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিতে হবে দু কাপ চালের জন্য একদম ভর্তি ভর্তি তিন কাপ জল নিতে হবে।

  5. 5

    এবার ঢাকা খুলে পেঁয়াজ বেরেস্তা, ঘি, বিরিয়ানী মশলা, চিনি, কেওড়া জল, গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।খুব অল্প সময়ে চটজলদি সুস্বাদু বিরিয়ানি বানিয়ে ফেলা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ratna Bauldas
Ratna Bauldas @Ratna_bauldas

Similar Recipes