চিলি পনির

Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

#স্বাদে আহ্লাদ

চিলি পনির

#স্বাদে আহ্লাদ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

কুড়ি মিনিট
চারজন
  1. 2 কাপপনির চৌকো করে পিস করা
  2. স্বাদমতো নুন
  3. স্বাদমতো চিনি
  4. 2টেবিল চামচ ক্যাপসিকাম চৌকো করে কাটা
  5. 1 টি পেঁয়াজ চৌকো করে কাটা
  6. 1 চা চামচ আদা কুচি
  7. 1 চা চামচ রসুন কুচি
  8. 2চা-চামচ কাঁচা লঙ্কা পিস করা
  9. 2চা চামচ সয়া সস
  10. 1চা চামচ ভিনেগার
  11. 2 টেবিল চামচ টমেটো সস
  12. 1 টেবিল চামচ চিলি সস
  13. 1 টা ডিম
  14. 1চা চামচ লঙ্কা গুঁড়ো
  15. 1 টি টমেটো
  16. 2টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  17. 2টেবিল চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

কুড়ি মিনিট
  1. 1

    পনির গুলো নুন, কনফ্লাওয়ার, ডিম ও একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে ভেজে নিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ও ক্যাপসিকাম কুচি দিতে হবে।

  3. 3

    একটু নেড়েচেড়ে কাঁচালঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে।

  4. 4

    নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে ঢাকা দিতে হবে।

  5. 5

    টমেটো কুচি, সয়া সস, চিলি সস, টমেটো সস দিয়ে ভালো করে নাড়তে হবে।

  6. 6

    পনির গুলো দিতে হবে, চিনি দিতে হবে। ভালো করে মিশিয়ে একটু জল দিতে হবে।

  7. 7

    তারপর কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে দিতে হবে।

  8. 8

    মাখা মাখা হলে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

Similar Recipes