চিলি এঁচোড়(chilli echor recipe in Bengali)

Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

চিলি এঁচোড়(chilli echor recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

আধঘন্টা
তিনজন
  1. 2 কাপএঁচোড়ের পিস
  2. স্বাদমতোনুন
  3. 1টি ডিম
  4. 1/2 টেবিল চামচ সয়া সস
  5. 1টেবিল চামচ গ্রীন চিলি সস
  6. 1টেবিল চামচ টমেটো সস
  7. 4চা চামচ গোলমরিচের গুঁড়ো
  8. 1/2 টেবিল চামচ রেড চিলি সস
  9. 3টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  10. 1 কাপতেল
  11. 1 টি পেঁয়াজ চৌকো করে কাটা
  12. 2 টেবিল চামচ চৌকো করে কাটা ক্যাপ্সিকাম
  13. 1টেবিল চামচ কাঁচা লঙ্কার পিস
  14. 1 টা টমেটো টুকরো করা
  15. 1/2 টেবিল চামচ ভিনেগার

রান্নার নির্দেশ সমূহ

আধঘন্টা
  1. 1

    সব উপকরণ গুলি একসাথে গুছিয়ে নিতে হবে।

  2. 2

    এঁচোড়ের পিসগুলো হালকা সিদ্ধ করে নিতে হবে।বাটিতে এঁচোড় নিয়ে তাতে নুন, ভিনিগার, 2 চা-চামচ গোলমরিচের গুঁড়ো, ডিম ও কনফ্লাওয়ার দিয়ে মেখে কিছুক্ষণ রাখতে হবে। তেল গরম করে এঁচোড়গুলি গুলি করার মত করে ভেজে নিতে হবে।এবার তেলে পেঁয়াজ ও ক্যাপ্সিকাম এর বীজ নুন দিয়ে নাড়াচাড়া করে টমেটোর পিকগুলো দিতে হবে। কিছুক্ষণ পরে টমেটো সস চিলি সস রেড চিলি সস সয়া সস দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিতে হবে। আবার একটু নুন দিতে হবে। ইচরের পকোড়া গুলি দিতে হবে।

  3. 3

    কর্নফ্লাওয়ার গুলে দিতে হবে। গোল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। গরম গরম ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

Similar Recipes