নান পুরী (naan puri recipe in Bengali)

Chandana Patra
Chandana Patra @chandanapatra

নান পুরী (naan puri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 2 কাপময়দা
  2. 1 কাপটক দই
  3. 1/2টেবিল চামচ নুন
  4. 1টেবিল চামচচিনি
  5. 1/4 টেবিল চামচ বেকিং সোডা
  6. 1/4 টেবিল চামচ বেকিং পাউডার
  7. প্রয়োজন অনুযায়ীসাদা তেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে ময়দাতে বেকিং সোডা, বেকিং পাউডার,লবন, মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার টক দই দিয়ে ভালো করে ময়দা মেখে নিতে হবে। যেমন করে লুচির ময়দা মাখা হয়। এবার ১চা চামচ সাদা তেল দিয়ে ভালো করে আবার মাখতে হবে।একদম জল দেওয়া যাবে না।এখন ঘন্টা চারেক একটা পাতলা ন্যাকড়া দিয়ে ঠেকে রাখতে হবে।

  2. 2

    এখন লুচির থেকে একটু বড় লেচি করে একটু মোটা মোটা করে বেলতে হবে।

  3. 3

    এবার কড়াইতে সাদা তেল গরম হলে একটা একটা করে তেলে ছাড়তে হবে।হয়ে গেল হাতে তৈরি নান পুরী। একদম দোকানের মত।এখন গরম গরম পরিবেশন করুন আঁচারিয়া আলুর দমের সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chandana Patra
Chandana Patra @chandanapatra

মন্তব্যগুলি (8)

Similar Recipes