#ফুচকা

Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

#স্ন্যাক্স_রেসিপি

#ফুচকা

#স্ন্যাক্স_রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা মতো
৬ জনের মতো
  1. 2 কাপসুজি
  2. 1 কাপআটা
  3. 1পিঞ্চ নুন
  4. 2পিনচ খাবার সোডা
  5. 4 চামচসাদা তেল
  6. অল্প জল
  7. ভাজার জন্য পরিমাণমতো সাদা তেল
  8. প্রয়োজন মতো আলু সেদ্ধ
  9. বিট লবণ
  10. ধনে জিরে শুকনো লঙ্কা একসাথে ভেজে গুড়ো করা আন্দাজ মতো
  11. পাকা তেতুঁল আন্দাজ মত
  12. গন্ধ রাজ লেবুর টুকরো 2 পিস
  13. টক জল বানানোর জন্য পরিমাণমতো জল
  14. 1 চামচলাল লঙ্কা গুঁড়ো
  15. 1/2চা চামচ গোলমরিচ গুঁড়ো
  16. অল্প ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা মতো
  1. 1

    প্রথমে সুজি আটা নুন ও তেল একসাথে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো মেখে ভেজা কাপড় দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিন।

  2. 2

    এরপর সেদ্ধ আলু বিটনুন ভাজা মশলা গুঁড়া ধনেপাতা কুচি ও অল্প তেঁতুল জল দিয়ে ভাল করে মেখে রেখে দিন।

  3. 3

    এরপর তেতুল ভিজিয়ে রেখে চটকে নিয়ে পাল্প বের করে নিতে হবে। এবার পরিমাণ মতন জল দিয়ে ভাজা মশলা গুঁড়ো বিট লবণ গোলমরিচ গুঁড়ো লঙ্কাগুঁড়ো লেবুর রস ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে টক জল তৈরি করে রেখে দিন।

  4. 4

    এবার ফুচকা ভাজার পালা। একটি করাতে বেশি করে তেল দিয়ে হালকা গরম করে নিন। এবার মেখে রাখা ডো থেকে বেশ কিছুটা অংশ নিয়ে একটা পাতলা রুটি বেলে ফেলুন এবার পছন্দমত কৌটোর ঢাকা দিয়ে গোল গোল করে কেটে নিন এবং অল্প গরম তেলে মুচ মুচে করে ভেজে তুলে নিন।

  5. 5

    একটি সন্ধ্যেবেলার স্ন্যাকস হিসেবে সকলেরই খুব প্রিয় বাচ্চা থেকে বড় সবাই এটা খুব পছন্দ করবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

মন্তব্যগুলি (10)

Sarmi Sarmi
Sarmi Sarmi @7974_2009SSK
কি ভাবে কুকস্ন্যাপ পাঠাব ফুচকার।পাঠাচ্ছি কিন্তু যাচ্ছে কি না বুঝতে পারছিনা।

Similar Recipes