খই এর মোয়া (khoi moa recipe in Bengali)

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

#SR

খই এর মোয়া (khoi moa recipe in Bengali)

#SR

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১/২ প্যাকেটখই
  2. ৩টেআখের গুড় লাড্ডু মত
  3. পরিমাণ মতজল আন্দাজ মতো
  4. পরিমাণ মতকিসমিস কয়েকটা সাজানোর জন্য

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    হাফ কাপ জল আর ৩টে গুড়ের ঢেলে নিয়ে, কড়াইতে জ্বাল দিতে হবে।

  2. 2

    ঢীমে আঁচে করতে হবে।

  3. 3

    যদি কটকটে মোয়া চাই, তো বেশি জ্বাল দিতে হবে। মাঝে জলের ছিটে দিতে হবে।

  4. 4

    কিন্তু নরম মোয়া হলে গুড় টা একটু কম জ্বাল দিতে হবে।

  5. 5

    গুড় টা একটু চিটচিটে হলে,তখন খই টা ঢেলে দিতে হবে। আর ভালো করে নাড়তে হবে, যাতে পুরো খই তে গুড় টা ভালো ভাবে মেশানো হয়।

  6. 6

    এই কাজ টা খুব তাড়াতাড়ি করতে হবে, আর গাসের ফ্লেম টা বন্ধ করতে হবে।

  7. 7

    এবার হাতে ঘি বা তেল মেখে ঐ খই থেকে কিছুটা নিয়ে গোল করে মোয়া বানাতে হবে ।

  8. 8

    প্রতিটা মোয়া র উপর একটা করে কিসমিস বসিয়ে দিতে হবে।

  9. 9

    হয়ে গেলো আমার খই এর মোয়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

Similar Recipes