সয়াবিন স্প্রিং রোল(soyabean spring roll recipe in Bengali)

Lisha Ghosh
Lisha Ghosh @cook_16475292

#ইভিনিং স্ন্যাক্স

সয়াবিন স্প্রিং রোল(soyabean spring roll recipe in Bengali)

#ইভিনিং স্ন্যাক্স

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
৪জনেরজন্য
  1. ৫০ গ্ৰাম সোয়াবিন ধুয়ে সিদ্ধ করে অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে,
  2. ২কাপ ময়দা
  3. ১ টা ডিম
  4. ১ চা চামচ ইষ্ট
  5. ১ চা চামচচিনি সামান্য গরম জলে ভিজিয়ে রেখে দিতে হবে
  6. ১ চা চামচ রসুন
  7. ১ চা চামচআদা
  8. ১ চা চামচকাঁচা লঙ্কা বাটা
  9. ৪ চা চামচসাদা তেল
  10. স্বাদ অনুযায়ীলবণ

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    একটা পাত্রে সয়াবিন পেষ্ট,ময়দা, ডিম,ইষ্ট,লবণ,রসুন,আদা,কাঃলঙ্কা বাটা,সাদা তেল দিয়ে ভালো করে মেখে আধ ঘণ্টা রেখে দিতে হবে,

  2. 2

    এবার ময়দার ঐ ডো চার ভাগ করে একেকটা ভাগ তেল দিয়ে রুটির মত বেলে তারপর ঐ বেলা রুটি চার ভাগ করে একেক টা পার্ট পরোটার মত হবে,

  3. 3

    এবার ঐ পরোটার চ ওরা দিক থেকে সরু দিকে রোল করে নিতে হবে,এই ভাবে সব গুলো রোল তৈরী করে নিতে হবে,

  4. 4

    এবার একটা মাইক্রভেন পাত্রে কিছুটা করে রোল দিয়ে মিডিয়ার হাই হিটে ৩ থেকে ৪ মিনিট বেক করে তৈরী সয়াবিন স্প্রিং রোল,

  5. 5

    এবার একটা পাত্রে সাজিয়ে পরিবেশনের জন্য তৈরী সয়াবিন স্প্রিং রোল ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Lisha Ghosh
Lisha Ghosh @cook_16475292
আমার রান্না করতে ভালো লাগে
আরও পড়ুন

Similar Recipes