দেশী মুরগির ঝোল(desi moorgir jhol recipe in Bengali)

Susmita Samanta
Susmita Samanta @cook_22109683

দেশী মুরগির ঝোল(desi moorgir jhol recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

50 মিনিট
  1. ১.৫ কেজি মুরগি
  2. ৭০০গ্রাম আলু
  3. ৪০০ গ্রাম পেঁয়াজ
  4. ১০০ গ্রাম সর্ষের তেল
  5. ২টেবিল চামচ আদা বাটা
  6. ২ টেবিল চামচ রসুন বাটা
  7. ১টা পেঁয়াজ বাটা
  8. ১টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা
  9. ১টা গোটা টমেটো বাটা
  10. ১টা টমেটো
  11. ২টো এলাচ
  12. ২টো লবঙ্গ
  13. ১ টুকরোদারুচিনি
  14. ২টো তেজপাতা
  15. ১টেবিল চামচচিনি
  16. ২টো শুকনো লঙ্কা
  17. ২ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  18. স্বাদমত নুন
  19. স্বাদমত লঙ্কা গুঁড়ো
  20. ২ টেবিল চামচ লেবুর রস
  21. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

50 মিনিট
  1. 1

    মাংস গুলো কে ভালো করে ধুয়ে তেল, হলুদ,লেবুর রস অল্প নুন দিয়ে ২০ মিনিট মাখিয়ে রাখতো হবে।

  2. 2

    তেল দিয়ে গোল গোল করে কাটা আলু গুলো দিয়ে ভাজতে হবে।

  3. 3

    কড়াই তে তেল দিয়ে,তেল গরম হলে তার মধ্যে চিনি দিতে হবে,চিনি লাল লাল হয়ে গেলে গোটা গরম মশলা,শুকনো লংকা, লেজপাতা দিয়ে পিঁয়াজ গুলো কে লাল লাল করে ভাজতে হবে।

  4. 4

    পিঁয়াজ ভাজা হয়ে গেলে,পিঁয়াজ বাটা,আদা বাটা,রসুন বাটা,কাঁচা লঙ্কা বাটা,টমেটো পেস্ট,স্বাদ মতো নুন,হলুদ,লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে।

  5. 5

    একটু কষানো হয়ে গেলে টমেটো কুচি দিয়ে মাংস গুলো দিয়ে কষাতে হবে ভালো করে,যখন মাংস থেকে তেল ছেড়ে দেবে তখন ভাজা আলু গুলো দিয়ে আর একটু কষাতে হবে।

  6. 6

    কষানো হয়ে গেলে তার মধ্যে গরম জল দিয়ে ভালো করে হালকা আঁচ এ ফুটিয়ে নিতে হবে।যখন জলে তেল ভেসে উঠবে তখন গরম মশলা গুঁড়ো দিয়ে ঢেকে নাবিয়ে নিতে হবে।

  7. 7

    ১০ মিনিট পর ঢাকা খুলে আপনার প্রিয় জন দের গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Susmita Samanta
Susmita Samanta @cook_22109683

Similar Recipes