বেসন ধোকলা(besan dhokla recipe in Bengali)

Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )

#goldenapron3

#প্রিয়জন স্পেশাল রেসিপি
#সহজ রেসিপি

বেসন ধোকলা(besan dhokla recipe in Bengali)

#goldenapron3

#প্রিয়জন স্পেশাল রেসিপি
#সহজ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপ (কফি কাপ)বেসন
  2. স্বাদমতো নুন
  3. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  4. 1 চা চামচআদা বাটা
  5. 1 চা চামচকাঁচা লঙ্কা
  6. 1প্যাকেট ইনো
  7. প্রয়োজন মতো জল
  8. 1 চা চামচচিনি
  9. 1 চা চামচরাই
  10. 1 কাপগ্রেট করা নারিকেল (চা এর কাপ)
  11. 1 চিমটিহিং
  12. 5-6টা কাঁচা লঙ্কা
  13. প্রয়োজন মত কারি পাতা
  14. পরিমান মতধনে পাতা কুচি
  15. প্রয়োজন মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটা বাটিতে বেসন,নুন,হলুদ,আদা ও কাঁচালংকা বাটা,তেল,একটু জল দিয়ে একটা বেটার বানিয়ে নিয়েছি l

  2. 2

    বেটার টা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি l পোরনের জন্য সব উপকরণ একসাথে করে নিয়েছি l

  3. 3

    এবার একটি কেক টিন এ তেল মাখিয়ে নিয়েছি l বেসন এর বেটার এ ইনু দিয়ে মিক্স করে কেক টিন এ বেটার টা দিয়ে 2-3 বার টেপ করে নিয়েছি l গ্যাস এ একটা কড়াই বসিয়ে জল দিয়েছি গরম হলে একটা স্ট্যান্ড বসিয়ে কেক টিন বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি l

  4. 4

    20 -25 মিনিট পর ঢাকা সারিয়ে দেখতে হবে ছুরি দিয়ে l ছুরি ক্লীন আসলে হয়ে গেছে l তারপর একটু ঠান্ডা হলে বের করে একটা থালে নামিয়ে নিয়েছি l

  5. 5

    এবার গ্যাস এ কড়াই বসিয়ে তেল দিয়েছি l গরম হলে হিং,রাই,চেরা কাঁচালংকা ও কারি পাতা পুরন দিয়ে একটু জল দিয়ে চিনি দিয়েছি l

  6. 6

    এবার ধোকলা কেটে নিয়ে পুরনটা ঢেলে দিয়েছি l গ্রেট করা নারিকেল ও ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি l

  7. 7

    এবার ধোকলা পরিবেশন করেছি l

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )
আমি রান্নাকে খুব ভালোবাসি। খেতে ও খাওয়াতে ও খুব ভালোবাসি ।অনেক ছোট থেকেই রান্নার খুব শখ ছিলো..
আরও পড়ুন

Similar Recipes