ডিম তরকা(dim tarka recipe in Bengali)

Trisha Majumder Ganguly
Trisha Majumder Ganguly @Trisha_1503
পাটনা

#মা স্পেশাল রেসিপি
বাবার থেকে শেখা রান্না মায়ের পছন্দের রান্না মাকে আমি বানিয়ে খাওয়াতে পেরে ধন্য আমি।।

ডিম তরকা(dim tarka recipe in Bengali)

#মা স্পেশাল রেসিপি
বাবার থেকে শেখা রান্না মায়ের পছন্দের রান্না মাকে আমি বানিয়ে খাওয়াতে পেরে ধন্য আমি।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪-৫ জনের জন্য
  1. ২৫০ গ্রাম তরকার ডাল
  2. ২ টি ডিম
  3. ১ টি মাঝারি পেঁয়াজ কুচি
  4. ১ টি টমেটো টুকরো করা
  5. ২ টেবিল চামচ রসুন কুচি
  6. ১ টেবিল চামচ আদা-কাঁচালঙ্কাবাটা
  7. ২ টি কাঁচালঙ্কা
  8. ২ টেবিল চামচ ধনেপাতা কুচি
  9. স্বাদমতোনুন
  10. ১ টেবিল চামচ হলুদের গুঁড়ো
  11. ১ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
  12. ২ চা চামচ ভাজা গরম মশলা গুঁড়ো
  13. ২ টেবিল চামচ সর্ষের তেল
  14. প্রয়োজনমতো জল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    তরকার ডাল সেদ্ধ করে রেখে দিতে হবে,

  2. 2

    তারপর কড়াইয়ে সরষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে ভেজে তাতে টমেটো,লঙ্কা দিয়ে ভাজতে হবে,

  3. 3

    হাল্কা ভাজা হলে তাতে আদাবাটা দিয়ে মিশিয়ে সেটিকে হাতা দিয়ে কড়াইয়ের একপাশে করে নিতে হবে,

  4. 4

    কড়াইয়ের একপাশে করে তাতে ডিম দুটি ফাটিয়ে দিয়ে মিশিয়ে ভুজিয়ার মতো করে বাকি জিনিসের সাথে মেশাতে হবে,

  5. 5

    ডিম মেশানো হলে তাতে সেদ্ধ করে রাখা ডাল,গুড়ো মশলা দিতে হবে,

  6. 6

    তারপর ডাল মিশিয়ে তাতে প্রয়োজন হলে আরো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে,

  7. 7

    প্রয়োজন মতো ফোটানো হলে ওপর থেকে ধনেপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Trisha Majumder Ganguly
পাটনা
For me cooking is a therapeutic..Where I feel more alive than ever..
আরও পড়ুন

Similar Recipes