পালং পনির (palak paneer recipe in Bengali)

Riya patra
Riya patra @cook_22773415

#প্রিয়জন স্পেসাল রেসিপি

পালং পনির (palak paneer recipe in Bengali)

#প্রিয়জন স্পেসাল রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩০০ গ্রাম পালং শাক
  2. ২০০ গ্রাম পনির
  3. ১/২ চা চামচ গোটা জিরা
  4. ১ টেবিল চামচ সাদা তেল
  5. ১টা টমেটো বাটা
  6. ১ টা পেঁয়াজ বাটা
  7. স্বাদমতোনুন
  8. ১ টেবিল চামচ কাজুবাদাম বাটা
  9. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  10. ৩ টে কাঁচা লঙ্কা বাটা
  11. ১ চা চামচমচ আদা রসুন বাটা
  12. ১/২ টেবিল চামচ ধনে গুঁড়ো
  13. ১/২ টেবিল চামচ জিরা গুঁড়ো
  14. ১/৪ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  15. ১/২ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  16. ১/২ কাপ টকদই
  17. ১/২ চা চামচ লেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে পালং শাক গুলো কে ভালো করে সেদ্ধ করে নিতে হবে ‌। তার পর পালং শাক সেদ্ধ হয়ে গেলে ওটাকে ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিতে হবে।আর কড়াই এ সাদা তেল দিয়ে তাতে গোটা জিরা দিয়ে একটু নেড়ে তাতে পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।

  2. 2

    আর একটা জায়গায় টকদই, লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো ‌গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, কাজুবাদাম বাটা আর নুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে।

  3. 3

    তার পর ওর মধ্যে পনির টা দিয়ে দিতে হবে আর আরও ১০ মিনিট মত ঢেকে রাখতে হবে।১০ মিনিট পর ঢাকা খুলে লেবুর রস দিয়ে একটু নেড়ে নামিয়ে নিতে হবে।

  4. 4

    পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে ওই মশলার পেস্ট টা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তার পর ওর মধ্যে পালং শাক এর পেস্ট আর সামান্য জল দিয়ে একটু নেড়ে ৫ মিনিট মত ঢেকে রাখতে হবে ‌।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Riya patra
Riya patra @cook_22773415

মন্তব্যগুলি (3)

Keya Mandal
Keya Mandal @cook_25675397
Amar recipe bhalo lagle comments and onusoron dio ami diechi
Darun🌷🌷👍👍

Similar Recipes