বীটের লুচি(beat er luchi recipe in Bengali)

Tripti Sarkar
Tripti Sarkar @cook_20810460

বীটের লুচি(beat er luchi recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ বাটি আটা
  2. ১টি মাঝারি বীট
  3. স্বাদ মতো লবণ
  4. পরিমান মতো তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে বীট গুলো ছোটো ছোটো করে কেটে মিক্সিতে পেষ্ট করে নিতে হবে।এবং জুস টা ছাকনির সাহায্যে বার করে নিতে হবে।

  2. 2

    এরপর একটা একটা পাত্রে আটা নিয়ে ওর মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে অল্প অল্প করে বিটের জুস মিশিয়ে আটার একটা মসৃণ ডো তৈরি করতে হবে । মিনিট দশেক ঢেকে রাখতে হবে।

  3. 3

    এরপর লেচি কেটে লুচির মতো পাতলা করে বেলে নিয়ে চাকুর সাহায্যে সেপ করে কেটে নিতে হবে। গোল লুচিও রাখা যায়।

  4. 4

    তারপর কড়াইতে তেল গরম করে এক একটা লুচি ভেজে তুলতে হবে ও গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tripti Sarkar
Tripti Sarkar @cook_20810460

Similar Recipes