এগ তরকা(egg tadka recipe in Bengali)

Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

#প্রিয়জন রেসিপি

এগ তরকা(egg tadka recipe in Bengali)

#প্রিয়জন রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০মিনিট
২জন
  1. ১ টাএগ( ডিম)
  2. ১ বাটিতরকা
  3. ১ টা পেঁয়াজ কুচি
  4. ১টিটমেটো কুচি
  5. ১ টেবিল চামচহলুদ গুঁড়ো
  6. ১ টেবিল চামচতরকা মশলা
  7. ১ টেবিল চামচলাল লঙকার গুঁড়ো
  8. স্বাদ অনুযায়ীলবণ
  9. প্রয়োজন অনুযায়ীধনেপাতা

রান্নার নির্দেশ সমূহ

১০মিনিট
  1. 1

    প্রথমে তরকাটি ভালো করে বয়েল করে নিবেন।এরপর কড়াইতে তেল দিবেন ।তেল গরম হলে এগটি ভেঙে দিবেন। এগটি নাড়াচাড়া করে ভুজিয়া বানিয়ে নিবেন।

  2. 2

    এরপর ওই তেলের মধ্যে পেয়াজকুচি দিবেন।পেয়াজটা ভাজা হলে টমেটোকুচি দিবেন।এরপর হলুদেরগুড়ো,লঙকারগুড়ো ও লবণ দিবেন ।

  3. 3

    এরপর তরকাগুলো দিয়ে ভালোভাবে তরকাটা কষিয়ে নিবেন।এরপর জল দিবেন।তরকাটা যখন ঘনো হয়ে আসবে তখন তরকামশলা ও ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করবেন।এরপর এগ ভুজিয়াটা দিয়ে দিবেন।এরপর একটি ডিশে রুটির সাথে এগ তরকাটি আপনার পছন্দমতো সাজিয়ে নিবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

Similar Recipes