চিংড়ির মালাইকারি (Chingrir Malaikari recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#Mj
মাযের জন্য রান্নার সপ্তাহে আমি তৈরী করেছি আমার মায়ের খুব প্রিয় একটা রেসিপি | আমাদের। সবচেযে কাছের , সবচেয়ে আপন ও নিঃ স্বার্থ
সম্পর্ক হল মাও সন্তানের সর্ম্পক | কিন্তু মায়ের অবর্তমানে এই রেসিপিটি খুব একটা করা হয়না ৷ আজ মা কে মনে করে সেটি করে বেশ ভালো লাগছে ৷ প্রণাম মা তুমি যেখানেই থাকো,ভালো থেকো |

চিংড়ির মালাইকারি (Chingrir Malaikari recipe in Bengali)

#Mj
মাযের জন্য রান্নার সপ্তাহে আমি তৈরী করেছি আমার মায়ের খুব প্রিয় একটা রেসিপি | আমাদের। সবচেযে কাছের , সবচেয়ে আপন ও নিঃ স্বার্থ
সম্পর্ক হল মাও সন্তানের সর্ম্পক | কিন্তু মায়ের অবর্তমানে এই রেসিপিটি খুব একটা করা হয়না ৷ আজ মা কে মনে করে সেটি করে বেশ ভালো লাগছে ৷ প্রণাম মা তুমি যেখানেই থাকো,ভালো থেকো |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
৩জন
  1. ১২টা চিংড়ি মাছ
  2. ১টি পেঁয়াজ কুচি
  3. ১/২মালা কচি নারকেল/ডাবের শাঁস
  4. ৫-৬টি কাঁচা লঙ্কা
  5. ১টুকরো আদা
  6. ১টি টমেটো
  7. স্বাদ মত নুন
  8. ১ চা চামচ চিনি
  9. ২ চা চামচ ঘি
  10. প্রয়োজন মত সর্ষের তেল
  11. প্রয়োজন মতহলুদ গুঁড়ো
  12. ১/২ চা চামচ সাদা জিরা
  13. ১টি তেজপাতা
  14. ১টি শুকনো লঙ্কা
  15. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  16. ১ চা চামচ জিরা গুঁড়ো
  17. ১+১ টি+১ টুকরো( লবঙ্গ, এলাচ,দারচিনি)গরম মশলা থেঁতো
  18. ১ চা চামচ ঘরে তৈরি গরম মশলা গুঁড়ো
  19. ২ চা চামচ ফ্রেশ ক্রিম

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    প্রথমে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে সঃ তেলে সামান্য ভেজে তুলে রাখতে হবে |

  2. 2

    এবার ঐ তেলে আরো ২ চা চামচ তেল ও ১ চা চামচ ঘি দিয়ে জিরে লংকা তেজপাতা এবং গোটা গরম মশলা থেঁতো ফোঁড়ন দিতে হবে. | ডাবের শাঁস আদা, লংকা,টমেটো, একটু নুন ও সঃ তেল দিয়ে পেস্ট করে রাখতে হবে | সেটা প্যানে দিয়ে কষাতে হবে |

  3. 3

    এবার জিরা গুড়া হলুদ গুড়া, কাশ্মিরী লংকা, নুন, চিনি,সামান্য সঃ তেল ১/২ কাপ জলে গুলে সেটা প্যানে ঢেলে কষাতে হবে |

  4. 4

    মশলা যখন কষে তেল ছেড়ে আসবে তখন ১ কাপ গরম জল দিয়ে ফুটতে দিতে হবে |
    এবার ভাজা চিংড়ি মাছ দিয়ে ফুটে উঠলে, আরো একটু ঘি গরমমশলা ও ফ্রেসক্রিম ছড়িয়ে নামিcয় নিতে হবে |

  5. 5

    এটি গরম ভাত / রাইস পোলাও ইত্যাদি সবার সাথে পরিবেশন করা যাবে.!তো বন্ধুরা দেরী কেন | সবাই চলে এসো | মায়ের জন্য রেসিপি তেরী করো |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes