চিংড়ির মালাইকারি (Chingrir malaikari recipe in Bengali)

Mrinalini Saha
Mrinalini Saha @9856mili

#jamai2021 জামাই ষষ্ঠীতে আর পাঁচটা বিশেষ পদের মতোই চিংড়ির মালাইকারি যদি না থাকে মেনুতে তাহলে খাওয়াটা যেন অসম্পূর্ণ থেকে যাবে ঠিক জমবে না😀 তাই ষষ্ঠীর স্পেশাল মেনুতে আজ আমি নিয়ে এলাম টেষ্টি টেষ্টি চিংড়ির মালাইকারি 😊

চিংড়ির মালাইকারি (Chingrir malaikari recipe in Bengali)

#jamai2021 জামাই ষষ্ঠীতে আর পাঁচটা বিশেষ পদের মতোই চিংড়ির মালাইকারি যদি না থাকে মেনুতে তাহলে খাওয়াটা যেন অসম্পূর্ণ থেকে যাবে ঠিক জমবে না😀 তাই ষষ্ঠীর স্পেশাল মেনুতে আজ আমি নিয়ে এলাম টেষ্টি টেষ্টি চিংড়ির মালাইকারি 😊

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
3জনের জন্য
  1. 6টি গলদা চিংড়ি
  2. 1টিনারকেলের দুধ (1টি নারকেল কুরিয়ে গরম জল দিয়ে দুধ বের করে নিলাম)
  3. 1 টিবড় পেঁয়াজ
  4. 3 কোয়ারসুন
  5. 5 টিকাঁচালঙ্কা
  6. 1 চা চামচ জিরাগুড়ো
  7. 1 চা চামচকাশ্মীরিলঙ্কারগুড়ো
  8. 1 চা চামচশাহী গরমমশলা গুঁড়ো
  9. ফোরনের জন্য (গোটা জিরা + শুকনোলঙ্কা+তেজপাতা+এলাচ+দারচিনি)
  10. 1 চা চামচহলুদ গুঁড়ো
  11. পরিমাণ মত সাদাতেল
  12. স্বাদ অনুযায়ীনুন
  13. 1/2 চা চামচচিনি
  14. 2 চা চামচফ্রেসক্রীম

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    প্রথমে পেঁয়াজটুকরো রসুন কোয়া লঙ্কা মিক্সিতে নিয়ে পেস্ট করে রাখলাম ।

  2. 2

    তারপর কড়াইতে তেল দিয়ে গরম হলে চিংড়ি মাছগুলি নুন হলুদ দিয়ে হাল্কা সাটলিয়ে তুলে রাখি।

  3. 3

    তারপর তেলে ফোরনের উপকরণগুলি দিয়ে নেড়ে পেঁয়াজের পেস্টটা ঢেলে নাড়াচাড়া করতে থাকি

  4. 4

    তারপর ভাজা হয়ে আসলে হলুদ গুঁড়ো কাশ্মীরিলঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো নুন চিনি দিয়ে নাড়তে থাকি

  5. 5

    মশলা কষানো হয়ে কড়াই থেকে তেল ছাড়তে শুরু করলে নারকেলের দুধটা ঢেলে দিয়ে নেড়ে সাটলিয়ে রাখা মাছগুলি দিয়ে নেড়ে ঢাকা দিয়ে রাখি ।

  6. 6

    ফুটে উঠলে ঢাকা খুলে শাহী গরমমশলা আর ফ্রেসক্রীম দিয়ে নেড়েচেড়ে নামিয়ে প্লেটে ঢেলে পরিবেশন সুস্বাদুকর চিংড়ির মালাইকারি 😋

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mrinalini Saha
Mrinalini Saha @9856mili

মন্তব্যগুলি

Similar Recipes