ছানার ঝাল (chana jhal recipe in Bengali)

Keya Nayak
Keya Nayak @cook_12214370

#পরিবারের প্রিয় রেসিপি

ছানার ঝাল (chana jhal recipe in Bengali)

#পরিবারের প্রিয় রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট
৩ জনের জন্যে
  1. ১০০ গ্রাম ছানা
  2. ১ চা চামচ আদা বাটা
  3. ২ চা চামচ সরষে বাটা
  4. ১ চা চামচ পোস্ত বাটা
  5. ১ টেবিল চামচ দই
  6. ২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১ চা চামচ কালো জিরে
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. ২ চা চামচ চিনি
  11. ৪ টে কাঁচা লঙ্কা
  12. ২ টেবিল চামচ নারকেল কোরা
  13. ২ চা চামচ টম্যাটো পেস্ট
  14. প্রয়োজন অনুযায়ীসরষের তেল
  15. ১ চা চামচ ময়দা

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট
  1. 1

    প্রথমে ছানার কাপড়ে বেঁধে জল ঝরিয়ে নিতে হবে। ছানা সব জল ঝরে গেলে থালায় ঢেলে হাতের তালু দিয়ে ঠেসে নিতে হবে।

  2. 2

    ওই ছানার সাথে নুন,১ চা চামচ চিনি,১ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ কালো জিরে, নারকেল কোরা, ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে, চপের আকারে গড়ে নিতে হবে।

  3. 3

    কড়া তে তেল গরম করে ছানার বড়া গুলো ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    ওই তেলে দুটো কাঁচা লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিতে হবে। ফোড়ন সুগন্ধ ছাড়লে আদা বাটা, লঙ্কা, হলুদ, নুন ও চিনি দিয়ে কষে নিয়ে টম্যাটো পেস্ট দিয়ে কষতে হবে। তেল ছাড়লে ২ টো কাঁচা লঙ্কা দিয়ে সরষে বাটা, পোস্ত বাটা ও দই দিয়ে মসলা সাথে কষে জল দিয়ে দিতে হবে। ফুটে উঠলে ছানা বড়া দিয়ে ২ মিনিট রান্না করে নিতে হবে, গ্রেভি ঘনো হলে নামিয়ে নিয়ে পাত্রে ঢেলে দিতে হবে।

  5. 5

    রান্না টা একটু মিষ্টি মিষ্টি হবে। রেডী ছানার ঝাল

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

Similar Recipes