কাকরোল পুর ভাজা(kakrol pur bhaja recipe in Bengali)

Papiya Ray
Papiya Ray @cook_19491722

#পরিবারের প্রিয় রেসিপি

কাকরোল পুর ভাজা(kakrol pur bhaja recipe in Bengali)

#পরিবারের প্রিয় রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40মিনিট
4জন
  1. 4টেকাঁকড়োল
  2. 4টে কাঁচা লঙ্কা
  3. 4 চা চামচধনেপাতা
  4. 2টি মাঝারি সাইজের পেয়াজ
  5. 4কোয়া রসুন
  6. প্রয়োজন অনুযায়ীঅল্প একটু আদা
  7. 1&1/2 কাপ তেল
  8. 1/2 চা চামচ হলুদ
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. 5 চা চামচ বেসন
  11. 3চা চামচ চালের গুড়ো
  12. 1 চিমটিখাওয়ার সোডা

রান্নার নির্দেশ সমূহ

40মিনিট
  1. 1

    কাক্রোল গুলো ধুয়ে খোসা টা হাল্কা ভাবে ছাড়িয়ে সেধ্য করে নিয়েছি। 70%সেধ্য হয়ে গেলে নামিয়ে জল ঝরিয়ে রাখলাম।ঠান্ডা হয়ে গেলে 1টা চামচের সাহায্যে কাক্রোল এর ভেতরের বিচ সমেত পুরোটা বার করে নিতে হবে।

  2. 2

    মিক্সিতে পেয়াজ রসুন আদা ধনেপাতা ও লঙ্কার সাথে কাক্রোল এর থেকে বের করে রাখা সেধ্য অংশ টা পেষ্ট করে নিলাম।করাতে তেল গরম করে তার মধ্যে একটু পেয়াজ কুচি দিয়ে পেষ্ট করা মসলা টা দিয়ে দিলাম।নুন ও হলুদ যোগ করে ভালো করে কসাতে থাকলাম।ভালো করে কসানোর পর যখন তেল ছাড়বে তখন নামিয়ে নিয়েছি।

  3. 3

    মসলা টা ঠান্ডা হওয়ার পর সেধ্য করে রাখা কাক্রোল এর ভেতর রেখেছি।

  4. 4

    আরেকটা পাত্রে বেসন,চালের গুড়ো,নুন,হলুদ ও খাওয়ার সোডা ভালো করে মিশিয়ে অল্প জল দিয়ে বেটার টা রেডি করেছি।

  5. 5

    করাতে তেল গরম করে বেসনের বেটারে চুবিয়ে ভেজে নিয়েছি।

  6. 6

    সব গুলো ভেজে নিয়ে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Papiya Ray
Papiya Ray @cook_19491722

Similar Recipes