বেদমী পুরি ও রেলওয়ে আলু কি সবজি(Bedme Poori aur Railway Aloo Ki Sabzi)

প্রিয়দর্শিনী দাস
প্রিয়দর্শিনী দাস @cookingoutofanything
Kolkata

এই পদটি সাধারণত একটু নর্থ ইন্ডিয়া গেলে খুব বেশি পাওয়া যায়, যেমন লখনউ, বেনারস, এলাহাবাদ, দেল্লী- আর এই পুরি বা কচুরি, তৈরি হয় উড়াদ ডাল/ বিউলির ডাল দিয়ে। স্টেশন চত্বরে এই পুরি সবজি ঘুরতে বেরোনোর সময় যখন ট্রেন কোথাও থাকে, তখন পুরি সবজি দোকান থেকে এটা কোন খেতে মনে হয় অমৃত। অবশ্যই এই ধরনের সবজি আজকাল সব যায়গায় পাওয়া যায়, বিশেষ করে মিষ্টির দোকানে। সহজে ঠিক একই স্বাদের বাড়িতে ঝটপট বানিয়ে ফেলা যেতে পারে। #ব্রেকফাস্টেরেসিপি হিসেবে চমৎকার একটি দিশ। নিরামিষ পদ কোনো রকম পিয়াজ রসুন ছাড়া এই রান্না হয় আর খাবার সময় মনেই থাকে না কতগুলো পুরি খাওয়া হলো।।
#ব্রেকফাস্ট রেসিপি
#আমিরান্নভালোবাসি

বেদমী পুরি ও রেলওয়ে আলু কি সবজি(Bedme Poori aur Railway Aloo Ki Sabzi)

এই পদটি সাধারণত একটু নর্থ ইন্ডিয়া গেলে খুব বেশি পাওয়া যায়, যেমন লখনউ, বেনারস, এলাহাবাদ, দেল্লী- আর এই পুরি বা কচুরি, তৈরি হয় উড়াদ ডাল/ বিউলির ডাল দিয়ে। স্টেশন চত্বরে এই পুরি সবজি ঘুরতে বেরোনোর সময় যখন ট্রেন কোথাও থাকে, তখন পুরি সবজি দোকান থেকে এটা কোন খেতে মনে হয় অমৃত। অবশ্যই এই ধরনের সবজি আজকাল সব যায়গায় পাওয়া যায়, বিশেষ করে মিষ্টির দোকানে। সহজে ঠিক একই স্বাদের বাড়িতে ঝটপট বানিয়ে ফেলা যেতে পারে। #ব্রেকফাস্টেরেসিপি হিসেবে চমৎকার একটি দিশ। নিরামিষ পদ কোনো রকম পিয়াজ রসুন ছাড়া এই রান্না হয় আর খাবার সময় মনেই থাকে না কতগুলো পুরি খাওয়া হলো।।
#ব্রেকফাস্ট রেসিপি
#আমিরান্নভালোবাসি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট সব মিলিয়ে
  1. ২কাপ ময়দা
  2. ৪-৫ টা সেদ্ধ আলু
  3. ৩টেবিল চামচনুন
  4. ১/২কাপ উষ্ণজল হাফ
  5. ১/২ কাপ উরাদ ডাল (সকদ অ্যান্ড স্ট্রেনড)
  6. ৭-৮ টি কাঁচা লঙ্কা
  7. ১ টেবিল চামচ ধনে গুুঁড়ো
  8. ১ টেবিল চামচ ভেজানো মৌরি
  9. ১/৩ চা চামচ মেথি ভিজানো
  10. স্বাদ অনুযায়ীগোল মরিচ
  11. ১চা চামচ গরম মশলা
  12. ১ইঞ্চি মত আদা
  13. ১ চা চামচ কাসুরি মেথি
  14. ১চা চামচ লঙ্কা গুঁড়ো
  15. ১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  16. ২ টেবিল চামচ তেল ময়দা মাখার জন্যে
  17. প্রয়োজন অনুযায়ীসাদা তেলপুরি ভাজার জন্য
  18. ১/২ চা চামচ হিং
  19. ১ চা চামচ জিরে
  20. ১/২ চা চামচ ধনে ও মৌরি থেঁতো করা
  21. ১ টেবিল চামচবেসন
  22. ১/২ কাপ টমেটো কুচি

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট সব মিলিয়ে
  1. 1

    ডাল ২-৩ ঘণ্টা ভিজিয়ে রেখে তারপর ওটা স্ট্রেন করে নিতে হবে। মিক্সি তে ডাল তার সঙ্গে, কাচা লঙ্কা, আদা, ধনে গুরো, কাসুরী মেথি, নুন, মৌরি যেটা ভেজানো ছিল, লঙ্কা গুরো,গোল মরিচ,গরম মশলা দিয়ে একটা পেস্ট বানাতে হবে, ২ টেবিল স্পুন এর বেশি না জল ব্যবহার করাই উচিত, একান্ত দরকার না পরলে।

  2. 2

    ডাল এর পিঠি বা পেস্ট টা দিয়ে ময়দা মাখতে হবে, তাতে উষ্ণ জল, তেল আর হিং ও নুন দিয়ে মেখে ৩০ মিনিট ঢেকে রাখতে হবে। এখানেও একই ভাবে খুব বেশি জল ব্যবহার হবেনা।

  3. 3

    অন্য দিকে তেল গরম করে তাতে,হিং, জিরে, থেঁতো করা ধনে ও মৌরি, ভিজানো মেথি, দিয়ে নাড়তে হবে, তারপর বেসন দিয়ে দেবো আর দেবো কচানো টমেটো, ভালো করে নাড়তে হবে যতক্ষণ না টমেটোর কাচা ভাব না যাচ্ছে। এবার অল্প জল দিয়ে, আলু গুলো হাফ চটকে দিয়ে দেবো, পুরোটা ম্যাশ করবো না। লঙ্কা চিরে দেবো। এবার দেবো গুরো মশলা গুলো, আর গরম মশলা। ভালো করে ফুটবে তখন নুন ও চিনি স্বাদ অনুযায়ী দিতে হবে। কিছুটা সময় ঢেকে দিন । ঢাকা খুলে, গন্ধেই বুঝবেন যে রান্না কমপ্লিট। কাসুড়ি মেথি ক্রাশ করে ও ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  4. 4

    সবজি ডন, এবার কড়াই তে তেল গরম করুন, ময়দা টা নিয়ে আরো একবার ডলে নিন, ও ছোট লেচি কেটে নিন, বেশি বড় বেলা হয়না পুরি গুলো। তেল দিয়ে চাকিতে, পুরি বেলে, গরম -গরম হালকা বাদামী করে ভেজে সবজির সঙ্গে সার্ভ করুন, বেদমী পুরি ও রেলওয়ে আলু সবজি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
প্রিয়দর্শিনী দাস
Kolkata
COOKING OUT OF PASSION AND LOVE NEEDS NO DESCRIPTION.Balancing my energy between being a Professor and being a Chef enhancing my culinary skills!Cooking makes me feel mindless in a worthwhile way.
আরও পড়ুন

মন্তব্যগুলি (8)

Similar Recipes