বাসন্তী পোলাও(Basanti polao recipe in bangali)

Papiya Ray
Papiya Ray @cook_19491722

বাসন্তী পোলাও(Basanti polao recipe in bangali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45মিনিট
4জন
  1. 4 কাপগোবিন্দভোগ চাল
  2. 1 কাপঘী
  3. 1 কাপরিফাইণ্ড তেল
  4. 4টে ছোট এলাচ
  5. 2টো দারুচিনি
  6. 3টে তেজপাতা
  7. 4চা চামচচিনি
  8. 1 চা চামচহলুদ গুঁড়ো
  9. 1 চা চামচগোলাপ জল
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. 1 চা চামচআদা বাটা
  12. 10টা কাজু
  13. প্রয়োজন অনুযায়ীকিসমিস

রান্নার নির্দেশ সমূহ

45মিনিট
  1. 1

    চাল টা কে ভালো করে কয়েকবার জল দিয়ে ধুয়ে নিয়েছি । চাল থেকে জল ঝরিয়ে তার মধ্যে নুন,হলুদ,আদা বাটা,চিনি ও ঘী দিয়ে চাল টা কে ভালো ভাবে ম্যারিনেট করে রেখেছি 45মিনিট।

  2. 2

    করাতে তেল ও ঘী দিয়ে তার মধ্যে গরম মসলা দিয়েছি।কাজু ও কিসমিস দিয়ে একটু ভেজে নিয়েছি। কাজু গুলো একটু লাল হলে চাল টা ডেলে দিয়ে নাড়তে থেকেছি।বেশ কিছুক্ষণ নাড়ার পর ফুটিয়ে রাখা গরম জল দিয়েছি। আমি এখানে 8কাপ জল দিয়েছি ও ডেকে রেখে গ্যাস টা কমিয়ে রেখেছি।

  3. 3

    মাঝে মাঝে ডাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছি। এবার নুন ও মিষ্টি টা দেখে নিয়ে অল্প করে নুন ও চিনি দিয়েছি ও আবার ডেকে দিয়েছি।

  4. 4

    চাল টা সেধ্য হয়ে যাওয়ার পর ঘী ছড়িয়ে গ্যাস অফ করে ডেকে দিয়েছি ও পরে ডিম শাহি কর্মা সাথে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Papiya Ray
Papiya Ray @cook_19491722

Similar Recipes