মেথি -পুরি ও আলুর সবজি (Methi puri alur sabji reipe in Bengali)

Anushree Das Biswas
Anushree Das Biswas @cook_0107

#DRC2
মেথির পুষ্টিগুণ আর নতুন করে বলার কিছু নেই।চলুন খুব সহজে টেস্টি জলখাবার কি ভাবে বানাবেন দেখে নেওয়া যাক

মেথি -পুরি ও আলুর সবজি (Methi puri alur sabji reipe in Bengali)

#DRC2
মেথির পুষ্টিগুণ আর নতুন করে বলার কিছু নেই।চলুন খুব সহজে টেস্টি জলখাবার কি ভাবে বানাবেন দেখে নেওয়া যাক

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2জন
  1. পুরি র জন্য:
  2. ১ কাপ আটা
  3. ১/৩ কাপ মেথি শাক
  4. ১/২চা চামচ জোয়ান
  5. স্বাদমতোনুন
  6. ২টেবিল চামচ ময়ানের জন্য তেল
  7. ভাজার জন্য তেল
  8. আলু সবজির জন্য:
  9. ৩ টে আলু
  10. ১টা বড় টমেটো
  11. ১/৮ কাপ ধনেপাতা কুচি
  12. ১ ইঞ্চিআদা
  13. ২টিকাঁচালঙ্কা
  14. ১চিমটি কাসুরি মেথি
  15. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  16. ১চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  17. ২ টেবিল চামচ সর্ষের তেল
  18. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সব উপকরণ গুছিয়ে নিলাম

  2. 2

    আলু প্রেসার কুকারে সেদ্ধ করে খোসা ছড়িয়ে নিলাম

  3. 3

    ব্লেন্ডারে ধনেপাতা,কাঁচালঙ্কা o ada diye paste kore nilam

  4. 4

    টমেটো কুচিয়ে নিলাম।এবার কড়াই এ তেল দিলাম।গরম হলে গোটা জিরে,কাসুরী মেথি ফোরণ দিয়ে টমেটো কুচি দিলাম।নুন দিলাম।টমেটো নরম হয়ে এলে ধনেপাতার পোস্টে দিয়ে কষতে থাকলাম।

  5. 5

    কাঁচা গন্ধ চলে গেলে গুঁড়ো মসলা দিলাম।কিছুক্ষন কষিয়ে সেদ্ধ আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গরম জল দিলাম।মিনিটে ৫-১০ ফুটিয়ে নামিয়ে নিলাম।একটু ঝোল থাকবে।

  6. 6

    পুরি র আটা,মেথি শাক,নুন, ও জোয়ান ভালো করে মিশিয়ে তেল দিলাম।হাত দিয়ে ভালো করে তেল টা মিশিয়ে নিলাম।এবার অল্প অল্প জল দিয়ে আটা টা মেখে নিতে হবে।২০মিনিট ঢেকে রাখতে হবে।

  7. 7

    এবার লেছি কেটে তেল দিয়ে লুচি/পুরি বেলে নিতে হবে।ডুব তেলে লুচি গুলো ভেজে তুলতে হবে।

  8. 8

    এবার আলুর সবজি র মেথি পুরি গুলো পরিবেশন করো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anushree Das Biswas

Similar Recipes