মোচা  দিয়ে বড়ার ঝোল(mocha diye barar jhol recipe in Bengali)

Debjani Mistry Kundu
Debjani Mistry Kundu @cook_22986642
Tamluk

#প্রিয় লাঞ্চ রেসিপি

মোচা  দিয়ে বড়ার ঝোল(mocha diye barar jhol recipe in Bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০-৪৫ মিনিট
৩০-৪০ মিনিট
  1. ২৫০ গ্ৰামকলার মোচা
  2. ২০০ গ্ৰাম মুসুরির ডাল
  3. ২ টি পেঁয়াজ কুচি
  4. ১ টি পেঁয়াজ বাটা
  5. ১ চা চামচ কসৌরি মেথি
  6. ৪ টি শুকনো লঙ্কা বাটা
  7. ৩-৪ টি কাঁচা লঙ্কা বাটা
  8. ২ টি টমেটো বাটা
  9. ১চা চামচ গোটা জিরে
  10. ১ চা চামচ ভাজা জিরে গুঁড়ো
  11. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  12. ১/২ চা চামচ চিনি
  13. ২ টি তেজপাতা
  14. প্রয়োজন অনুযায়ীতেল

রান্নার নির্দেশ সমূহ

৪০-৪৫ মিনিট
  1. 1

    মুসুরির ডাল ভালো করে ধুয়ে ৩-৪ ঘন্টা ভিজিয়ে মিহি করে বেটে নিতে হবে।

  2. 2

    ডাল বাটার মধ্যে সেদ্ধ করে নেওয়া মোচা, কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে মেখে নিতে হবে।

  3. 3

    কলার মোচা ছাড়িয়ে সামান্য নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  4. 4

    তেল ভালো করে গরম করে আঁচ মিডিয়াম রেখে মিশ্রন টি থেকে বরা আকারে করে ভেজে তুলে নিতে হবে।

  5. 5

    আবারও সামান্য তেল গরম করে তাতে গোটা জিরে ও তেজপাতা ফোরন দিয়ে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, নুন চিনি হলুদ ও কসৌরি মেথি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  6. 6

    মশলা থেকে তেল ছাড়লে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে।

  7. 7

    ঝোল ফুটে উঠলে বরা গুলো ছেড়ে দিতে হবে।

  8. 8

    ভাজা জিরে গুঁড়ো মিশিয়ে ৫ মিনিট কম আঁচে ফুটিয়ে নামিয়ে দিলেই তৈরী মোচা দিয়ে ব্রার ঝোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debjani Mistry Kundu
Debjani Mistry Kundu @cook_22986642
Tamluk

Similar Recipes